বালুরঘাট, ২৪ অগস্ট —— সংস্কৃতির শহর এবার রঙিন হতে চলেছে ফ্যাশনের ঝলকানিতে। ‘বেঙ্গল নেক্সট টপ মডেল সেশন’-এর উদ্যোগে আগামী ৬ ও ৭ সেপ্টেম্বর বালুরঘাটে বসছে দু’দিন ব্যাপী মডেলিং-এর আসর। শুধু রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকেই নয়, প্রতিবেশী আসাম ও ওড়িশা থেকেও প্রতিযোগীরা নাম লিখিয়েছেন এই জমকালো অনুষ্ঠানে। ফলে জেলা সদর শহরের মঞ্চে একসাথে মিলবে একাধিক রাজ্যের মডেলিং প্রতিভা।
সংস্থার কর্ণধার তথা বালুরঘাটের মডেলিং জগতের পরিচিত মুখ বিশাল রায় জানালেন, এই বৃহৎ আকারের শো ইতিমধ্যেই দারুণ সাড়া ফেলেছে প্রতিবেশী রাজ্যগুলিতেও। বিভিন্ন জায়গা থেকে আসা অসংখ্য আবেদন প্রমাণ করছে, এই শো কতটা জনপ্রিয় হয়ে উঠেছে আগেভাগেই।
শুধু প্রতিযোগীই নয়, অনুষ্ঠানে হাজির থাকছেন নামজাদা বাইরের রাজ্যের বিচারকেরাও। তাদের উপস্থিতি নিঃসন্দেহে প্রতিযোগিতায় বাড়িয়ে দেবে উত্তেজনা। স্থানীয় সংগঠকরা বলছেন, সাংস্কৃতিক শহরের মানুষের জন্য এ এক অভিনব অভিজ্ঞতা হতে চলেছে।
সব মিলিয়ে বলা যায়, সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে বালুরঘাট মেতে উঠতে চলেছে র্যাম্পের আলো-আঁধারি, ঝলমলে পোশাক আর উচ্ছ্বাসের অনন্য আবহে। এক সাংস্কৃতিক শহর এবার রঙিন হতে চলেছে ফ্যাশনের উৎসবে