সংযুক্ত কিষাণ মোর্চার ডাকা বনধের কোন প্রভাব পড়লো না দক্ষিণ দিনাজপুরে, বেসরকারি পরিবহন ছাড়া স্বাভাবিক জনজীবন

0
402

পিন্টু কুন্ডু , বালুরঘাট, ২৬সেপ্টেম্বর— সংযুক্ত কিষাণ মোর্চার ডাকা বনধে তেমন কোন সাড়া পড়ল না দক্ষিণ দিনাজপুর জেলায়। বেসরকারি পরিবহন ছাড়া সমস্ত যান চলাচল ছিল স্বাভাবিক। বাজারে বাজারে সিপিএম কর্মী সমর্থকরা পিকেটিং করলেও সাধারন মানুষ এই বনধে কোন সাড়া দেননি।

অফিস কাছাড়ি থেকে বাজার, হাট সবকিছুই আর চারটে দিনের মতোই স্বাভাবিক ছিল জেলার সদর শহর বালুরঘাটে। জেলার বেশকিছু জায়গায় পিকেটিং করবার জন্য বাম কর্মী সমর্থকদের গ্রেপ্তারও করেছে পুলিশ। যদিও বনধ সমর্থন কারীদের দাবি, যেসব দাবি নিয়ে আজকে তাদের বনধ ডাকা হয়েছে তাকে মানুষ সর্বত্র ভাবে সমর্থন করেছে।

পরিমল সরকার নামে এক বনধ সমর্থন কারী বলেন, দোকান পাট সর্বত্র বন্ধ রয়েছে। কেন্দ্রীয় সরকারের দানবীয় নীতির বিরুদ্ধে তাদের ডাকা বনধ ব্যাপকভাবে সমর্থন করেছে সাধারণ মানুষ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here