ষাঁড়ের তান্ডব! টিউশনি পড়িয়ে বাড়ি ফেরার পথে ষাঁড়ের গুতোয় বালুরঘাটে মৃত্যু শিক্ষকের

0
2038

ষাঁড়ের তান্ডব! টিউশনি পড়িয়ে বাড়ি ফেরার পথে ষাঁড়ের গুতোয় বালুরঘাটে মৃত্যু শিক্ষকের


পিন্টু কুন্ডু , বালুরঘাট, ৩ আগস্ট––  ষাঁড়ের তান্ডবে তিতবিরক্ত বালুরঘাট, উদাসীন পুরসভা। টিউশনি পড়িয়ে বাড়ি ফেরার পথে ষাঁড়ের গুতোয় মৃত্যু হল বাইক আরোহীর । চাঞ্চল্যকর ঘটনাটি দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট শহরের ট্যাঙ্ক মোড় এলাকার। পুলিশ জানিয়েছে মৃত ওই যুবকের নাম সন্দীপ বাগচী (৩৭) । বালুরঘাটের বিশ্বাসপাড়া এলাকার বাসিন্দা বছর ৩৭এর সন্দীপ বুধবার রাতে পতিরাম থেকে টিউশনি পড়িয়ে মোটর বাইক চালিয়ে বাড়ি ফিরছিল । সেই সময় ট্যাঙ্ক মোড় এলাকায় একটি ষাঁড় তাঁকে গুতো মারলে ছিটকে পড়ে সে । গুরুতর আহত অবস্থায় তাঁকে বালুরঘাট জেলা হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন ।  এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়। দিনের পর দিন শহরজুড়ে ষাড়ের তান্ডব বাড়তে থাকলেও কেন পুরসভা নিশ্চুপ ?  এই ঘটনার পর সেই প্রশ্ন তুলেই ক্ষোভ উগড়েছেন অনেকেই। 
মৃতর আত্মীয়  মৈনাক বাগচি বলেন, ষাড়ের গুতোতেই দাদার মৃত্যু হয়েছে।  টিউশনি পড়িয়ে বাড়িতে ফেরার পথেই এমন দুর্ঘটনা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here