জলপাইগুড়ি রামকৃষ্ণ মিশন আশ্রমে রবিবার শ্রী শ্রী মা সারদাদেবীর ১৬৯তম জন্মতিথি উৎসব পালিত হল। করোনা আবহে এবার সমস্ত স্বাস্থ্য বিধি মেনে আশ্রমে ভোলবেলা থেকে শুরু হয়েছে মঙ্গলারতি , বেদমন্ত্রপাঠ , বিশেষ পূজো, হোম যজ্ঞ, সারদা মায়ের জীবনী পাঠ ও আলোচনা , মায়ের লীলা- গীতি , পুষ্পাঞ্জলি, ভজন সহ অন্যান্য অনুষ্ঠান। এছাড়াও মাসারদাদেবীর জীবনী ও বাণী নিয়ে আলোচনা করেন রামকৃষ্ণ মিশন আশ্রমের সম্পাদক স্বামী শিবপ্রেমানন্দজী মহারাজ । বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে দিনটি পালিত হল জন্মতিথি উৎসব।