ভারত সেবাশ্রম সংঘের প্রধান সম্পাদক, শ্রীমৎ স্বামী বিস্মাত্না নন্দজি মহারাজ গঙ্গারামপুর শহর পা দিতেই তাকে মিছিল করে বরণ করলো ভক্তসহ শহরবাসী
শীতল চক্রবর্তী ,গঙ্গারামপুর, 17 ই নভেম্বর ,দক্ষিণ দিনাজপুর :———-ভারত সেবাশ্রম সংঘের গঙ্গারামপুর হিন্দু মিলন নব নির্মিত মন্দির এর দ্বার উদঘাটন উপলক্ষে বুধবার সন্ধ্যায় দক্ষিণ দিনাজপুর জেলা গঙ্গারামপুর শহরে এলেন ভারত সেবাশ্রম সংঘের প্রধান সম্পাদক, শ্রীমৎ স্বামী বিস্মাত্না নন্দজি মহারাজ। গঙ্গারামপুরে মহারাজের আগমনে গঙ্গারামপুর হাইরোড থেকে মহিলাদের পদযাত্রার পাশাপাশি বাইক রেলি করে মহারাজ কে স্বাগত জানান অসংখ্য ভক্তরা। এদিন গঙ্গারামপুর শহরের হাইরোড থেকে ঢাকঢোল বাজিয়ে পদযাত্রা করেন ভক্তরা। পাশাপাশি মহারাজকে সামনে রেখে বাইক রেলি করে ভক্তরা মন্দিরে নিয়ে গিয়ে স্বয়ংবর এ স্বাগত জানান মহারাজকে। বৃহস্পতিবার পূর্ণিমার মহা তিথিতে গঙ্গারামপুরের হিন্দু মিলন মন্দিরের নবনির্মিত মন্দিরের দ্বার উদঘাটন এর প্রস্তুতি চলছে জোর কদমে। একসঙ্গে পায় সারা রাজ্য থেকে বহু স্বামীজি মন্দিরের উদ্বোধনে এসেছেন। ভারত সেবাশ্রম সংঘের প্রধান সম্পাদক, শ্রীমৎ স্বামী বিস্মাত্না নন্দজি মহারাজ জানালেন, এমন অনুষ্ঠানে না এসে থাকতে পারলাম না। যেভাবে আমাকে স্বাগত জানানো হলো তাতে আমি খুবই খুশি। এদিন স্বামীজীকে স্বাগত জানাবে দু’ধারে শহরের লোকজন ভীর করেছিল।