শ্রমিক-মালিক অসন্তোষের জেরে চায়ের ভরা মরসুমে বন্ধ হয়ে গেলো আলিপুরদুয়ারের ফালাকাটা ব্লকের তাসাটি চা বাগান।

0
262

আলিপুরদুয়ার:- শ্রমিক-মালিক অসন্তোষের জেরে চায়ের ভরা মরসুমে বন্ধ হয়ে গেলো আলিপুরদুয়ারের ফালাকাটা ব্লকের তাসাটি চা বাগান। ‘সাসপেনশন অফ ওয়ার্ক’ এর নোটিশ ঝুলিয়ে রবিবার রাতের অন্ধকারে বাগান ছেড়ে চলে যান পরিচালন কর্তৃপক্ষ। শ্রমিকদের অভিযোগ রবিবার ছুটির দিন থাকায় তাঁরা বিষয়টি আগাম অনুমান করতে পারেননি। সোমবার সকালে কাজে যোগ দিতে এসে শ্রমিকরা লক্ষ্য করেন যে, বাগানের ফ্যাক্টরিতে ঝুলছে তালা এবং ঝোলানো হয়েছে সাসপেনশন অফ ওয়ার্কের নোটিশ। ফলে কর্মহীন হয়ে পড়লেন প্রায় ১২০০ শ্রমিক, সঙ্গে অনিশ্চিত হয়ে পড়লো বাগানের শতাধিক কর্মচারীর ভবিষ্যত।ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই শ্রমিক বিক্ষোভ শুরু হয়েছে চা বাগান জুড়ে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here