
শীতল চক্রবর্তী ,গঙ্গারামপুর ,৫ জুলাই :—করোনা পরিস্থিতে গরীব দুঃস্থদের কথা ভেবে বামেদের তরফে শ্রমজীবী ক্যান্টিনের উদ্বোধন করা হলো দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর বাসস্ট্যান্ডে। এদিন দুপুরে গঙ্গারামপুর এরিয়া কমিটির উদ্যোগে শ্রমজীবী ক্যান্টিনের উদ্বোধন করেন এরিয়া কমিটির সম্পাদক অচিন্ত্য চক্রবর্তী, কুপনের মাধ্যমে করোনা আক্রান্ত পরিবারের কাছে দুপুরের আহার পৌঁছে দেবেন সিপিআইএমের এরিয়া কমিটির সদস্যরা বলে জানা গিয়েছে। এদিনের শ্রমজীবী ক্যান্টিন থেকে প্রায় ১০০জন মানুষের কাছে দুপুরের খাবার তুলে দেন উদ্যোক্তারা।মেনুতে ছিল ভাত, ডাল, সোয়াবিন,ডিম,চাটনি।