মালদা, ১৯ ডিসেম্বর:- শৌর্য্য দিবস উপলক্ষে মালদা শহরে মিছিল করল বজরং দল। রবিবার সকাল ১১ টা নাগাদ পুরাটুলি দলীয় কার্যালয় থেকে একটি মিছিল সারা শহর পরিক্রমা করে। মিছিলে অংশ নেন বিশ্ব হিন্দু পরিষদের কর্মীরাও। দলীয় পতাকা নিয়ে স্লোগান সহকারে মিছিল সারা শহর পরিক্রমা করে। মিছিলে পা মেলান বজরং দলের জেলা সম্পাদক সন্তু ঘোষ, বিশ্ব হিন্দু পরিষদের জেলা সম্পাদক গোপাল কুন্ডু সহ অন্যান্যরা।