শেষ রবিবারে প্রচার ঝড় বালুরঘাটে। বিপ্লবের হয়ে জোড়া সভা মমতার। তোড়জোড় ঘাসফুল শিবিরে
বালুরঘাট, ২০ এপ্রিল —— বিপ্লবের হয়ে জোড়া সভা করতে দক্ষিণ দিনাজপুরে আসছেন তৃণমূল সুপ্রিমো। রবিবার বালুরঘাট লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্রের হয়ে দুটি সভা সারবেন খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী। যাকে ঘিরেই জোর প্রস্তুতি এখন তৃণমূল শিবিরে। দলীয় সুত্রের খবর অনুযায়ী, রবিবার দুপুর ১২ টা নাগাদ কুমারগঞ্জে তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্রের হয়ে একটি নির্বাচনী সভা সারবেন তৃণমূল সুপ্রিমো। এরপরেই হেলিকপ্টারে করে বালুরঘাটে আসবেন। শহরের টাউনক্লাব মাঠে দুপুর একটা নাগাদ একটি প্রকাশ্য সভা সারবেন মমতা বন্দ্যোপাধ্যায়। একই দিনে পরপর দুটি বিধানসভায় মমতার সভাকে ঘিরেই এখন জোর প্রস্তুতি শুরু হয়েছে ঘাসফুল শিবিরে।
বাইট: অশোক মিত্র