শীতলকুচি, মিরাপাড়া সীমান্তে ফের ঘটে গেল অপহরণের ঘটনা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শীতলকুচি ব্লকের গোলেনাওহাটি পঞ্চায়েতের মিরাপাড়ার বাসিন্দা কৃষ্ণকান্ত বর্মন সোমবার দুপুরে ধান খেতে কাজ করছিলেন। সেই সময় হঠাৎই একদল বাংলাদেশী দুষ্কৃতী সীমান্ত পেরিয়ে আসে এবং কৃষ্ণকান্তকে জোর করে টেনে নিয়ে যায়। ঘটনায় গ্রামে চাঞ্চল্য ছড়িয়েছে। পরিবার সূত্রে খবর, কৃষ্ণকান্তের খোঁজ মেলেনি। গ্রামবাসীরা বিএসএফকে খবর দেয়। বিএসএফ ও স্থানীয় থানার পুলিশ যৌথভাবে তদন্ত শুরু করেছে এবং সীমান্তে নজরদারি বাড়ানো হয়েছে। এলাকাবাসীর দাবি, এই ধরনের অপহরণ রোধে সীমান্তে নিরাপত্তা জোরদার করতে হবে। স্থানীয় পঞ্চায়েত কর্তৃপক্ষও ঘটনার নিন্দা করেছে। গ্রামজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে এবং কৃষ্ণকান্তকে নিরাপদে ফিরিয়ে আনার দাবি তুলেছে পরিবার ও গ্রামবাসীরা।