লোকেশন:- শীতলকুচি
কোচবিহার:- শীতলকুচি দুর্ঘটনায় নিহত বিএলওর পরিবারের সাথে দেখা করে পরিবারের হাতে দুই লক্ষ টাকার চেক তুলে দিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। এদিন সন্ধায় শীতলকুচি ব্লকের গোসাইহাটের বড় ধাপের যাত্রা এলাকায় এসআই আরের কাজ সেরে মাথাভাঙ্গা ফেরার পথে শীতলকুচি মাথাভাঙ্গা সড়কের ধরলা সেতু সংলগ্ন এলাকায় গাড়ির ধাক্কায় জখম হন।উদ্ধার করে মাথাভাঙ্গা মহকুমা হাসপাতালে এবং পরে কোচবিহার বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে জানায়।এদিন দুর্ঘটনায় নিহত বিএলও ললিত অধিকারীর পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন এবং পরিবারের লোকদের পাশে থাকার বার্তা দেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। এদিন তিনি ললিত অধিকারীর স্ত্রীর হাতে দুই লক্ষ টাকার চেক তুলে দেন এবং ললিত অধিকারীর স্ত্রী তার বড় ছেলের চাকরির দাবি করেন মন্ত্রীর কাছে। মন্ত্রী বিষয়টি দেখবেন বলে আশ্বাস দিয়েছেন

















