শিশুদের খেলায় ফাঁস মাদক পাচারের ছক! খড়ের গাদার আড়াল থেকে উদ্ধার ৭০০ নিষিদ্ধ কাফ সিরাপ, চাঞ্চল্য বালুরঘাটের কামারপাড়ায়

0
32

শিশুদের খেলায় ফাঁস মাদক পাচারের ছক! খড়ের গাদার আড়াল থেকে উদ্ধার ৭০০ নিষিদ্ধ কাফ সিরাপ, চাঞ্চল্য বালুরঘাটের কামারপাড়ায়

বালুরঘাট, ৮ জানুয়ারী —- খড়ের গাদার আড়ালে লুকিয়ে ছিল মাদক পাচারের ছক। আর তা ফাঁস হয়ে গেল শিশুদের খেলারছলে। বৃহস্পতিবার সন্ধ্যায় বালুরঘাটের কামারপাড়া এলাকায় খড়ের গাদা থেকে বিপুল পরিমাণ নিষিদ্ধ কাফ সিরাপ উদ্ধারে তীব্র চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কামারপাড়ার একটি ফাঁকা জমিতে ছড়িয়ে-ছিটিয়ে থাকা খড়ের গাদার মধ্যে খেলছিল কয়েকজন শিশু। আচমকাই খড়ের ভিতর থেকে বেশকিছু প্যাকেট নজরে আসে তাদের। সন্দেহ হতেই বিষয়টি জানানো হয় স্থানীয়দের। খবর পেয়ে সঙ্গে সঙ্গেই বালুরঘাট থানায় খবর দেওয়া হয়।
এরপর বালুরঘাট থানার আইসি সুমন্ত বিশ্বাসের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি শুরু করে। খড়ের গাদা সরাতেই একের পর এক বেরিয়ে আসে নিষিদ্ধ কাফ সিরাপের প্যাকেট। গণনা করে দেখা যায়, উদ্ধার হয়েছে প্রায় ৭০০ বোতল কাফ সিরাপ। যার আনুমানিক বাজারমূল্য কয়েক লক্ষ টাকা।
উল্লেখযোগ্যভাবে, গত কিছুদিন ধরেই কামারপাড়া এলাকায় নিষিদ্ধ কাফ সিরাপ পাচারচক্রের সক্রিয়তা নিয়ে গুঞ্জন চলছিল। পুলিশের প্রাথমিক অনুমান, সীমান্ত পেরিয়ে বাংলাদেশে পাচারের উদ্দেশ্যেই এই বিপুল পরিমাণ কাফ সিরাপ মজুত করা হয়েছিল।
যদিও এই ঘটনায় এখনও কাউকে গ্রেফতার করা যায়নি।
ডিএসপি সদর বিক্রম প্রসাদ জানিয়েছেন, উদ্ধার হওয়া কাফ সিরাপ বাজেয়াপ্ত করে তদন্ত শুরু হয়েছে। পাচারচক্রের সঙ্গে জড়িতদের খোঁজে তল্লাশি চলছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here