শিশুদের কোভিড সুরক্ষায় বালুরঘাটে খুলছে বিশেষ ওয়ার্ড, ২০ টি বেড দিয়ে চালু হবে ‘পিকু’

0
502

পিন্টু কুন্ডু , বালুরঘাট, ২ জুন––– করোনার তৃতীয় ঢেউ’এর কথা মাথায় রেখে শিশুদের জন্য বিশেষ ওয়ার্ড খুলছে দক্ষিণ দিনাজপুর জেলা স্বাস্থ্য দপ্তর । ইতিমধ্যে রাজ্য স্বাস্থ্য দফতরের তরফে প্রতিটি জেলায় আগাম প্রস্তুতি হিসেবে শিশুদের জন্য আলাদা কোভীড ওয়ার্ড খোলার নির্দেশ দেওয়া হয়েছে। বালুররঘাট সুপারস্পেশালিটি হাসপাতালের তৃতীয় তলে শিশুদের জন্য কোভীড ওয়ার্ড খোলার তোড়জোড় শুরু করেছে জেলা স্বাস্থ্য দফতর । বুধবার দুপুরে জেলার মুখ্যস্বাস্থ্য আধিকারিক সুকুমার দে বালুরঘাট জেলা হাসপাতালের শিশু বিশেষজ্ঞ সমীরন পুরকাইতকে সংগে নিয়ে সুপারস্পেশালিটি হাসপাতালে নব নির্মিত শিশুদের জন্য গড়ে তোলা কোভিড ওয়ার্ডটি পরিদর্শন করেন।  যার নাম দেওয়া হয়েছে ‘পিকু’।
জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুকুমার দে জানিয়েছেন, সরকারি স্তরে নির্দেশ পাওয়ার পর শিশুদের জন্য বিশেষ ভাবে কোভিড ওয়ার্ড খোলার কাজ শুরু হয়েছে। আপাতত চিকিৎসকদের পরামর্শ মত ২০ টি শয্যা রাখার   সিদ্ধান্ত  হয়েছে ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here