জলপাইগুড়ি:-
শিলিগুড়ি-জলপাইগুড়ি উন্নয়ন কতৃপক্ষের আর্থিক বরাদ্দে একগুচ্ছ উন্নয়ন মূলক পরিকল্পনা রুপায়নের কথা ঘোষণা করলেন সংস্থার চেয়ারম্যান সৌরভ চক্রবর্তী। মূলত জলপাইগুড়ি শহর এবং সংলগ্ন এলাকায় এইসব কাজ হবে। শনিবার সাংবাদিক সন্মেলন করে সেই সব প্রকল্প রুপায়ণের ঘোষণা করেন তিনি।
এদিন প্রথমে জলপাইগুড়ি যোগামায়া কালীবাড়িতে আসেন সৌরভ। মায়ের পূজো দেওয়ার পর সেখানেই সাংবাদিক সন্মেলন করেন তিনি। সঙ্গে ছিলেন ১৫নং ওয়ার্ডের কাউন্সিলার তপন বন্দ্যোপাধ্যায় সহ অন্যান্যরা।
ঐতিহ্যশালী যোগমায়া কালীবাড়িতে আগত দর্শনার্থীদের জন্য বিশ্রামাগার করার কথা জানিয়েছেন সৌরভ। সরোজেন্দ্রদেব রায়কত কলা, যা আর্ট গ্যালারি নামে পরিচিত তার সংস্কার এবং আধুনিকীকরণের কথা জানিয়েছেন সৌরভ। হবে রাজবাড়ির দীঘির সৌন্দর্যায়নও। জলপাইগুড়ি পৌরসভা এলাকার ২নং, ১৫নং এবং ১৯নং ওয়ার্ড সহ বিভিন্ন ওয়ার্ডে একাধিক রাস্তা নির্মাণ হবে। বাংলার বাড়ি প্রকল্পে নির্মিত আবাসনও তালিকা অনুযায়ী দ্রুত উপভোক্তাদের মধ্যে বন্টন করার কথা জানিয়েছেন সৌরভ।
শনিবারের সাংবাদিক সন্মেলনে এসজেডিএ’র চেয়ারম্যান জানিয়েছেন, সব মিলিয়ে প্রায় দশ কোটি টাকা খরচ হবে এই প্রকল্পগুলিতে। এই সমস্ত প্রকল্পের ডিপিআর তৈরী হয়ে গিয়েছে, শুধুমাত্র ওয়ার্ক অর্ডারের টেন্ডার প্রক্রিয়া বাকি। সেই টেন্ডার প্রক্রিয়ার আগে এই প্রকল্পস্থলগুলি আজ পরিদর্শন করেন তিনি।