শিলিগুড়ি শহরের মেয়েদের আত্মনির্ভর করে তুলতে নতুন উদ্যোগ নিল শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ।

0
283

শিলিগুড়ি:-শিলিগুড়ি শহরের মেয়েদের আত্মনির্ভর করে তুলতে নতুন উদ্যোগ নিল শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ।শনিবার থেকে মেয়েদের আত্ম রক্ষার ক্ষেত্রে প্রশিক্ষণ দিতে শুরু হলো ‘বাঘিনী’ নামে এক নতুন কর্মসূচি।এদিন সকালে প্রদীপ প্রজ্জ্বলন করে এই কর্মসূচির সূচনা করলেন শিলিগুড়ির পুলিশ কমিশনার গৌরব শর্মা।জানা গেছে টানা পাঁচদিন শিলিগুড়ির পুলিশ কমিশনারেটের মাঠে এই বিশেষ প্রশিক্ষণ কর্মসূচী চলবে।পাশাপাশি মেয়েরা যে কোন সমস্যায় থানায় এসে তারা যাতে স্বাচ্ছন্দ বোধ করতে পারে এবং নিজেদের অভিযোগ নথিভুক্ত করাতে পারে সেজন্য পুলিশের তরফে থানা ভ্রমণ এবং থানায় কি ধরনের এবং কি পদ্ধতিতে কাজ করা হয় সে সম্পর্কিত বিষয়ে তাদের সচেতন করা হবে।পাশাপাশি ট্রাফিক আইন নিয়ে সচেতন করতে শিলিগুড়ির ভক্তিনগর ট্রাফিক গার্ড ভ্রমণ করার কর্মসূচি রয়েছে। সংবাদমাধ্যমে শিলিগুড়ির পুলিশ কমিশনার গৌরব শর্মা বলেন শহরের মেয়েদের স্বাবলম্বী করতে এবং তাদের আত্ম রক্ষার জন্যই এই উদ্যোগ নেওয়া হয়েছে।এদিন একশ জনকে এই প্রশিক্ষণ শিবিরে প্রশিক্ষণ দেয়া হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here