শিলিগুড়ি:-শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের প্রতিটি থানার পুলিশ কর্মীরা শহরকে ড্রাগস মুক্ত করতে আপ্রান প্রয়াস চালিয়ে যাচ্ছে।প্রায় প্রতিদিনই শিলিগুড়ি শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পুলিশ আটক করেছে প্রচুর পরিমাণে মাদক।মাদক উদ্ধারের ঘটনায় গ্রেপ্তার হচ্ছে অভিযুক্তরাও।শনিবার রাতে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ভক্তিনগর থানার পুলিশ সেবক রোড এলাকার একটি হোটেলের সামনে থেকে দুই যুবককে প্রচুর পরিমাণে অবৈধ নেশার ওষুধ সহ গ্রেফতার করল।ভক্তিনগর থানার সাদা পোশাকের পুলিশ এর কাছে গোপন সূত্রে শনিবার রাতে খবর আসে,সেবক রোড এলাকায় ওই হোটেলের সামনে দুই যুবক প্রচুর নেশার ওষুধ বিক্রির উদ্দেশ্যে অপেক্ষা করছে,সেই খবর পাওয়া মাত্রই অভিযান চালায় পুলিশ। অভিযানে মিলে যায় সাফল্য।প্রচুর নেশার ওষুধ সহ গ্রেফতার করা হয় খোকন সুত্রধর এবং প্রেম বিশ্বকর্মা কে।অভিযুক্তদের বাড়ি শিলিগুড়ি পুরো নিগমের ৪৩ নম্বর ওয়ার্ড এবং ৪১ নম্বর ওয়ার্ডে।অভিযুক্তদের রবিবার জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়।ভক্তিনগর থানা পুলিশ সূত্রে জানা গিয়েছে অভিযুক্তরা দীর্ঘদিন ধরেই এই কারবারে যুক্ত ছিল।
Home বাংলা উত্তর বাংলা শিলিগুড়ি শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পুলিশ আটক করেছে প্রচুর পরিমাণে মাদক।