শিলিগুড়ি:-শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের মাটিগাড়া থানার পুলিশের অভিযানে উদ্ধার ৭০ লক্ষ টাকা মূল্যের ব্রাউন সুগার,গ্রেফতার এক দুষ্কৃতী।মাটিগাড়া থানা পুলিশ সূত্রে জানা গিয়েছে শনিবার রাতে গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে অভিযান চালিয়েই এই সাফল্য পায় মাটিগাড়া থানার সাদা পোশাকের পুলিশ বাহিনী।অভিযুক্ত নাম মোহাম্মদ ইমতাজুল ওরফে নন্দু বাউ।

অভিযুক্তর বাড়ি মাটিগাড়া থানার শুটকি হাটি এলাকায়।ধৃতের হেফাজত থেকে উদ্ধার হয়েছে ২৭০ গ্রাম ব্রাউন সুগার, যার আনুমানিক বাজার মূল্য ৭০ লক্ষ টাকা,পাশাপাশি ধৃতের হেফাজত থেকে উদ্ধার হয়েছে ১ লক্ষ ৭০ হাজার টাকা।অভিযুক্তের বিরুদ্ধে এনডিপিএস ধারায় মামলা রুজু করেছে মাটিগাড়া থানার পুলিশ।রবিবার তাকে শিলিগুড়ি আদালতে তোলা হবে।