শিলিগুড়ির ফুলবাড়ীর ভারত বাংলাদেশ সীমান্তে সকাল থেকে অশান্তি

0
31

শিলিগুড়ির ফুলবাড়ীর ভারত বাংলাদেশ সীমান্তে সকাল থেকে অশান্তি।ভুটান থেকে পাথর নিয়ে ভুটানের ট্রাক ঢুকছে বাংলাদেশ,কিন্তু ভারতীয় কোন রকম সুযোগ পাচ্ছে না।ভুটানের প্রায় এক হাজার ট্রাক প্রতিদিন পাথর নিয়ে বাংলাদেশে গেলেও ভারতীয় কোন ট্রাক পাথর রপ্তানির ক্ষেত্রে সুযোগ না পাওয়ায় অর্থনৈতিক সংকটে ভারতীয় ট্রাক চালক এবং মালিকরা বলেই অভিযোগ।বিগত সাত দিন যাবত ভারতীয় ট্রাক মালিকরা এবং চালকেরা ফুলবাড়ী সীমান্তে অবস্থান বিক্ষোভে সামিল হয়েছেন।সাত দিন আগে ভারতীয় ট্রাক চালক এবং মালিকরা ভুটানের ট্রাক আটকে দিলে পুলিশ এসে তাদের হটিয়ে দেয়।এরপর শিলিগুড়ির মেয়রের সাথে দীর্ঘক্ষণ বৈঠকের পর ট্রাক চালক এবং মালিকরা অবরোধ তুলে নেয়।সেই সময় শিলিগুড়ির মেয়র গৌতম দেব ট্রাক চালক এবং মালিকদের আশ্বাস দিয়েছিলেন ভারতীয় ট্রাক চালক এবং মালিকরাও রপ্তানির ক্ষেত্রে সুযোগ সুবিধা পাবেন।কিন্তু ৭দিন কেটে যাওয়ার পরেও কোন লাভ না হওয়ায় আজ সকাল থেকে ভুটানের সমস্ত ট্রাক আটকে বিক্ষোভ দেখান ভারতীয় ট্রাক চালক এবং মালিকরা।এই ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়ায় ফুলবাড়ী ভারত বাংলাদেশ সীমান্তে।খবর পেয়ে ঘটনাস্থলে যায় নিউ জলপাইগুড়ি থানার পুলিশ।পুলিশ বিক্ষোভকারী অবরোধকারীদের সরিয়ে দিতে গেলে পুলিশের সাথে বচসা বেধে যায়।এরপর পুলিশ বেশ কয়েকজনকে আটক করে গাড়িতে তোলে।এরপর পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় ব্যাপক বিক্ষোভ শুরু হয় এলাকায়।চাপে পড়ে পুলিশ সকলকে অবরোধ থেকে তুলে দেয় এবং গ্রেফতার করে।এরপর পুনরায় চলাচল শুরু করে যানবাহন।গোটা ঘটনায় ফুলবাড়ীর ভারত বাংলাদেশ সীমান্তে আজ সকাল থেকে রয়েছে উত্তেজনা বর্তমানে রয়েছে পুলিশ পিকেট।তবে বর্তমানে ভুটানের ট্রাক ভুটানের পাথর নিয়ে পুনরায় বাংলাদেশের পথে রপ্তানির কাজ শুরু করেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here