শিলিগুড়ি:-শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের কাছে থাকা পরিত্যক্ত পার্কে বৃক্ষরোপণ করল সেচ্ছাসেবী সংগঠন উত্তরের দিশারী।শনিবার এই স্বেচ্ছাসেবী সংগঠনের তরফে ওই পার্কে তিনটি গাছ লাগনো হয়।এই গাছ গুলির মধ্যে ১টি নিম গাছ ও ২টি পেয়ারা গাছ লাগানো হয়।জানা গেছে এখন থেকে ওই সংগঠনের সদস্যরা শিলিগুড়ি শহরের ৪৭টি ওয়ার্ডের বিভিন্ন জায়গাতে বৃক্ষরোপণ করবে তবে শুধু গাছ লাগানো নয়।গাছগুলিকে লাগিয়ে তার রক্ষণাবেক্ষণ এবং পরিচর্চার দায়ভারও তারা নিজেদের কাঁধে তুলে নেবে।এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌর নিগমের ১২নং ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলার নান্টু পাল বলেন,দীর্ঘদিন ধরে এই পার্কটি পরিত্যক্ত অবস্থায় ছিল তাই এদিন এই সংগঠনের পক্ষ থেকে প্রতীকী তিনটি গাছ লাগিয়ে বৃক্ষ রোপন করা হয় এবং পার্টির যাতে নতুন করে তৈরি করা যায় সে বিষয়ে কথা বলা হবে মহকুমা শাসকের সাথে।
Home বাংলা উত্তর বাংলা শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের কাছে থাকা পরিত্যক্ত পার্কে বৃক্ষরোপণ করল সেচ্ছাসেবী সংগঠন উত্তরের...