শিলিগুড়ি:-শিলিগুড়ির এনজেপি থানা থেকে উধাও কয়েদি,সুত্রের খবর ম্যাডিকেল করতে শিলিগুড়ি জেলা হাসপাতালে নিয়ে যাওয়ার সময়ই ভেনাস মোড় থেকে পুলিশের গাড়ি থেকেই পালিয়ে যায় দুই কয়েদি।এক জনের নাম কৃষ্ণ দে, অপরজন দেবাশীষ দাস।পুলিশ সুত্রে খবর এনজেপি থানার পেট্রোলিং ভ্যান গতকাল রাতে তাদের আটক করে।সকালে মেডিক্যাল করতে নিয়ে যাওয়ার সময়ই পুলিশের ভ্যান থেকে পালিয়ে যায়।ঘটনার তদন্তের পাশাপাশি দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।
Home বাংলা উত্তর বাংলা শিলিগুড়ির এনজেপি থানা থেকে উধাও কয়েদি,সুত্রের খবর ম্যাডিকেল করতে শিলিগুড়ি জেলা হাসপাতালে...