শিলিগুড়িতে নির্মাণ শ্রমিকের কাজ করতে গিয়ে বুনিয়াদপুরে আলিগাড়া এলাকার এক যুবকের মৃত্যুর ঘটনায় শোরগোল পড়েছে এলাকাজুড়ে।পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।

0
355

শীতল চক্রবর্তী বুনিয়াদপুর 12 নভেম্বর দক্ষিণ দিনাজপুর:-দিনমজুরের কাজ করতে গিয়ে সেখানেও মৃত্যু হল এক শ্রমিকের বলে অভিযোগ উঠেছে।ঘটনাটি ঘটেছিলো দার্জিলিং জেলার শিলিগুড়িতে বৃহস্পতিবার বিকেলে। শুক্রবার সকাল হতেই ওই শ্রমিকের মৃতদেহ দক্ষিণ দিনাজপুর জেলার বুনিয়াদপুর পৌরসভার আলিগাড়া গ্রামের বাসিন্দা শ্রমিকের দেহ আসতেই কান্নায় ভেঙ্গে পড়ে সকলেই। শোকের ছায়া নেমে আসে পরিবারসহ এলাকাজুড়ে। শোরগোল পড়েছে বুনিয়াদপুর সহ বিভিন্ন জায়গায়।

   মৃতের পরিবার সূত্রের খবর, মৃতের নাম রাজু মিয়া(৩৫)। তার বাড়ি বুনিয়াদপুর পুরসভার আলিগাড়া এলাকায়। বহুদিন ধরে সে শিলিগুড়িতে রাজমিস্ত্রিদের শ্রমিক হিসেবে কাজ করতো। পরিবার সূত্রে খবর,বেশ কিছু দিন আগে শিলিগুড়িতে দিন মজুরের কাজে যায় বংশীহারী থানার আলিগাড়া গ্রামের বাসিন্দা রাজু মিয়া।বৃহস্পতিবার সন্ধ্যায় মৃতের পরিবারকে জানানো হয় যে, রাজু মিয়া শিলিগুড়িতে চার তালার ছাদ থেকে পড়ে গিয়েছে কাজ করার সময়। সেখান থেকে তাকে গুরুতর আহত অবস্থায় শিলিগুড়ি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করে। শনিবার সকালে তার মৃতদেহ বুনিয়াদপুর এলাকার বাড়িতে নিয়ে আসা হয়।

  এবিষয়ে মৃতের স্ত্রী জানিয়েছেন, কিছুদিন আগে ও শিলিগুড়িতে দিন মজুরের কাজে গিয়েছিল।শুক্রবার রাতে সেখান থেকেফোন করে জানানো হয় তিনি চার তালার ছাদ থেকে পড়ে মারা গিয়েছে। ওযে এভাবে চলে যাবে সেটা ভাবতেই পারছিনা। 

   মৃতের পরিবারের এক আত্মীয় অভিযোগ করে জানিয়েছেন, দাদা কিছুদিন আগে শিলিগুড়িতে কাজে গিয়েছিল।শুক্রবার রাত্রে সেখান থেকে ফোন করে জানানো হয় তার মৃত্যু হয়েছে। আমরা চাইছি এই দুস্থ পরিবারকে কিছু সরকারি সাহায্য করলে ভালো হয়।         

 বুনিয়াদপুর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিশ্বনাথ সরকার জানিয়েছেন, আমি কাল রাতেই ঘটনাটি শুনেছি, পরিবারের লোকজনদের সঙ্গে কথাও বলেছি। এর পরেই তাদের যদি কোনো সাহায্যের প্রয়োজন হয় তাহলে স্থানীয় কাউন্সিলর হিসেবে যথাযথ সাহায্য করা হবে। 

    একজন শ্রমিকের এমন মৃত্যুর ঘটনায় পরিবারসহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here