শিবভক্তর রহস্য মৃত্যু বালুরঘাটে ! পতিরামে শিবের মাথায় জল ঢেলে ফেরার পথে টোটো থেকে পড়ে মৃত্যু যুবকের! শোকের ছায়া কামারপাড়ায়
বালুরঘাট, ৫ আগষ্ট —–শিবের মাথায় জল ঢেলে বাড়ি ফেরার পথে টোটো থেকে পড়ে গিয়ে মৃত্যু হল এক শিবভক্তের। মঙ্গলবার মর্মান্তিক ঘটনাটি ঘটেছে বালুরঘাটের কামারপাড়া এলাকায়। মৃত যুবকের নাম সোমনাথ টুডু (৩১)। পেশায় দিনমজুর সোমনাথ রবিবার রাতে বন্ধুদের সঙ্গে বেরিয়েছিলেন পতিরাম ধামে শিবের মাথায় জল ঢালতে। ভোরে বাড়ি ফেরার সময় চলন্ত টোটো থেকেই আচমকা পড়ে যান তিনি। বন্ধুদের দাবি, তেমন গুরুতর চোট না থাকায় সোমনাথকে বাড়িতে নামিয়ে দিয়েই চলে যান তাঁরা। কিন্তু তখন বাড়িতে কেউ না থাকায় দীর্ঘক্ষণ একাই ছিলেন সোমনাথ।
মঙ্গলবার সকালে বন্ধুরাই গিয়ে দেখেন তিনি অসুস্থ ও সংজ্ঞাহীন অবস্থায় পড়ে রয়েছেন। সঙ্গে সঙ্গেই তাঁকে নিয়ে যাওয়া হয় বালুরঘাট জেলা হাসপাতালে, যেখানে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
যে ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে কামারপাড়ায়। মৃতের দিদি পূর্ণিমা টুডুর কথায়, “ভাই শিবের মাথায় জল দিয়ে ফিরছিল। পথে পড়ে গিয়েছিল। তারপর আর কেউ ছিল না পাশে। এমন মৃত্যু মানতে পারছি না।”
এদিকে এই অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় ধোঁয়াশা তৈরি হয়েছে। ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষায় পুলিশ। তদন্ত শুরু করেছে বালুরঘাট থানার আধিকারিকেরা।