
চাঁচল : আজ ৫ ই সেপ্টেম্বর | শিক্ষক দিবস | মহান শিক্ষক ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন উপলক্ষে আজকের দিনটি পালন করা হয় | স্কুলে,কলেজে, প্রাইভেট টিউশন গুলিতে আজকের দিনটি ছাত্র- ছাত্রীরা শিক্ষক – শিক্ষিকাদের সম্মান জানানোর উদ্দেশ্যে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে পালন করে | কিন্তু করোনার আবহে এবার বন্ধ স্কুল – কলেজ | ফলে শিক্ষক দিবসের অনুষ্ঠান তেমন ভাবে এবার হচ্ছে না বললেই চলে | চাঁচলের শিক্ষক তথা জেলা পরিষদের কৃষি কর্মাধক্ষ মাননীয় রফিকুল হোসেন এবারের শিক্ষক দিবস একটু অভিনব ভাবে পালন করলেন | তিনি চাঁচলের বেশ কিছু অবসরপ্রাপ্ত শিক্ষকদের বাড়িতে গিয়ে তাদের বই, মেমেন্টো,পেন,ফুল,মিষ্টি দিয়ে সম্মান জ্ঞাপন করলেন।
রফিকুল বাবু বললেন, ” এবার লকডাউনের ফলে অনুষ্ঠান করা যাচ্ছে না | তাই আমি সিদ্ধান্ত নিই অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকাদের কাছে আজ পৌঁছে যাব।স্মারক,বই ,ফুল,মিষ্টি দিয়ে ওনাদের সম্মান জানাবো | অতীতে ওনারা স্কুলে এই দিনটিতে থাকতেন সেই অনুভব যাতে আবার ফিরে পান তাই এই প্রচেষ্টা | “
আর রফিকুল বাবুর এই উদ্যোগে খুশি অবসরপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকারা | ওনারা জানিয়েছেন আজকের এই সম্মান এবং উপহার পেয়ে ওনারা আপ্লুত | সাধুবাদ জানিয়েছেন রফিকুল সাহেবের এই উদ্যোগকে |