শারদীয় গঙ্গারামপুর সংবাদের আয়োজনে এক মনোজ্ঞ সাহিত্য আড্ডার আয়োজীত হল গঙ্গারামপুর এর বানগড়ে৷।
গঙ্গারামপুর 8 জানুয়ারী দক্ষিণ দিনাজপুর।শারদীয় ‘গঙ্গারামপুর সংবাদের আহ্বানে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুরে উপস্থিত হয়েছিলেন উত্তরের বিখ্যাত কবি ও সাহিত্যিক সুবীর সরকার৷ বাংলা কবিতা সাহিত্যে সুবীর সরকার একটি জনপ্রিয় নাম৷ যুক্ত ছিলেন আজকাল পত্রিকার সঙ্গে৷ অনুষ্ঠানে গঙ্গারামপুরে ককবি সাহিত্যিকসহ বিশ্বধারা উপস্থিত ছিলেন।
সুবীর সরকারকে কেন্দ্র করে বাণগড়ের ঢিবিতে আয়োজন করা হয় এক মনোজ্ঞ সাহিত্য আড্ডার৷ উপস্থিত কবি সাহিত্যিকদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন কবি সপ্তর্ষী বনীক, পাঞ্চালি তরফদার, জয়ন্ত চক্রবর্তী, প্রীতম রায়, কিষ্টু মুর্মু, গৌতম চক্রবর্তী, আব্দুল রহমান, মনোজ অধিকারী এবং অজিত ঘোষ৷ সঞ্চালক জয়ন্ত আচার্য, অধ্যাপিকা নীলাব্জা রায় এবং কালকন্ঠ সাহিত্য পরিষদের সম্পাদক বাপ্পাদিত্য দে, গঙ্গারামপুর সংবাদ পত্রিকার সম্পাদক শীতল চক্রবর্তী, সহ-সম্পাদক অজিত ঘোষ অনেকেই পাঠ করেন স্বরচিত কবিতা৷ খোলা গলায় রবীন্দ্রসঙ্গীত গেয়ে শোনান অধ্যাপিকা নীলাব্জা রায়৷
শুঙ্গ-গুপ্ত-পাল-সেন-পুরাণ যুগের নিদর্শণ বুকে বয়ে চলেছে পুনর্ভবা নদীতীরের বাণগড়৷ সে সম্পর্কে কবি ও সাহিত্যিক সুবীর সরকার বলেন— ভালো লাগল এখানে এসে।পত্রিকা আরো সমৃদ্ধ হোক সেই দাবি রাখছি।
উত্তরের জনপদের কবি সুবির সরকারকে অভিনন্দন জানিয়ে শারদীয় গঙ্গারামপুর সংবাদের সহ সম্পাদক অজিত ঘোষ বলেন— শারদীয় গঙ্গারামপুর সংবাদ সমৃদ্ধ সুবীর বাবুর কবিতায়৷ একটি পত্রিকাকে ভালোবেসে উনি এসেছেন গঙ্গারামপুরে৷এই প্রাপ্তি আমাদের সকলের৷।