শান্তিকলোনীতে অশান্তি! বিএসএফ জওয়ানের জায়গা দখলের অভিযোগ কে ঘিরে ধুন্ধুমার কান্ড বালুরঘাটে

0
414
শান্তিকলোনীতে অশান্তি! বিএসএফ জওয়ানের জায়গা দখলের অভিযোগ কে ঘিরে ধুন্ধুমার কান্ড বালুরঘাটে। সশস্ত্র আদিবাসীদের আক্রমণের মুখে পুলিশকর্মীরা।
পিন্টু কুন্ডু, বালুরঘাট, ২৭ জুলাই ———–  সীমান্তরক্ষী বাহিনীর এক সেনা জওয়ানের  জায়গা দখলের অভিযোগ কে ঘিরে ধন্ধুমার কান্ড বালুরঘাটে। সশস্ত্র আদিবাসীদের হাতে আক্রান্ত হয় পুলিশকর্মীরা। যদিও আক্রান্ত হওয়ার বিষয়টি অস্বীকার করা হয়েছে পুলিশের তরফে। বৃহস্পতিবার দুপুরে এই ঘটনাকে ঘিরে তুমুল উত্তেজনা ছড়ায় শহরের ২০ নম্বর ওয়ার্ডের শান্তি কলোনি এলাকায়। পরিস্থিতি স্বাভাবিক করতে ডিএসপি সোমনাথ ঝা ও বালুরঘাট থানার আইসিকে বিশাল পুলিশ বাহিনী নিয়ে ছুটে আসতে হয় এলাকায়। ঘটনার খবর পেয়ে এলাকায় ছুটে আসেন বালুরঘাট পুরসভার চেয়ারম্যান অশোক মিত্রও। যাদের উপস্থিতিতে দীর্ঘ আলোচনার পরেই স্বাভাবিক হয় পরিস্থিতি।
জানা যায়, বালুরঘাট শহরের ২০ নম্বর ওয়ার্ডের বাসিন্দা তথা সীমান্ত রক্ষী বাহিনীর জওয়ান দীনবন্ধু পাহানের জায়গা দখলের অভিযোগ কে ঘিরেই ঘটনার সূত্রপাত। দীনবন্ধু পাহানের অভিযোগ তার স্ত্রীর নামে থাকা সাত শতক জায়গার মধ্যে  প্রায় সাড়ে তিন শতক জায়গা দখল করে নেয় দুই প্রতিবেশী। যা নিয়ে পুরপ্রশাসনকে লিখিত অভিযোগও করেন ওই সেনা জওয়ানের স্ত্রী লক্ষ্মী পাহান। তাদের অভিযোগ এরপরেও পুর প্রশাসন কোন পদক্ষেপই গ্রহণ করেননি। আর যার জেরে প্রতিবেশীরা বহাল তবিয়তে  তাদের জায়গার উপর অবৈধভাবে প্রাচীর নির্মাণ করতে থাকে। আর এতেই উত্তেজিত হয়ে কার্যত আইন হাতে তুলে নেন ওই সেনা জওয়ান। এদিন সকাল থেকে যে কারনে তুমুল উত্তপ্ত হয়ে ওঠে শহরের শান্তি কলোনী  এলাকা। জেলা ও জেলার বাইরের কয়েকশো সশস্ত্র আদিবাসী ওই বিএসএফ সেনা জওয়ানের পাশে দাঁড়িয়ে ভেঙে দেয় অবৈধ ওই নির্মাণ কার্য। যাকে ঘিরে এদিন দুপুরে তুমুল উত্তেজনা ছড়ায় এলাকায়। যে ঘটনার খবর পেয়ে বালুরঘাট থানার পুলিশ ছুটে আসতেই সশস্ত্র আদিবাসীদের ক্ষোভের মুখে পড়ে। চলে পুলিশকে মারধর করবার ঘটনাও। যদিও মারধরের বিষয়টি অস্বীকার করা হয়েছে পুলিশের তরফে। এরপরেই পরিস্থিতি স্বাভাবিক করতে এলাকায় ছুটে আসেন বালুরঘাট থানার আইসির নেতৃত্বে বিরাট পুলিশ বাহিনী। চলে তাকে ঘিরেও সশস্ত্র আদিবাসীদের  বিক্ষোভ। অবশেষে ডিএসপি সোমনাথ ঝা  ও বালুরঘাট পুরসভার চেয়ারম্যান অশোক মিত্র এসে আলোচনার পরিপ্রেক্ষিতে স্বাভাবিক করেন পরিস্থিতি। আগামী ২ আগষ্ট  উভয়পক্ষের সাথে আলোচনার পরিপ্রেক্ষিতেই মেটানো হবে সমস্যা, বলেই জানিয়েছেন বালুরঘাট পুরসভার চেয়ারম্যান।
দীনবন্ধু পাহান নামে ওই বিএসএফ জওয়ান জানান, তার স্ত্রীর নামে থাকা সাতশতক জায়গার মধ্যে প্রায় সাড়ে তিন শতক জায়গা  দখল করে নিয়েছে প্রতিবেশী দুই বাসিন্দা। যার প্রতিবাদ করাই তার স্ত্রীকে হুমকিও শুনতে হয়েছে। এরপর বিষয়টি নিয়ে পুরপ্রশাসনকে জানানো হলেও তারা তা কর্নপাত করেনি। আর এরকারনেই তিনি লোকজন নিয়ে এসে অবৈধ ওই নির্মাণ ভেঙে দিয়েছেন।
যদিও পুরপ্রশাসনের বিরুদ্ধে তোলা এই অভিযোগ সঠিক নয় বলে জানিয়েছেন বালুরঘাট পুরসভার চেয়ারম্যান অশোক মিত্র। তিনি বলেন, বিষয়টি নিয়ে আলোচনার জন্য উভয়কেই সুনির্দিষ্ট দিন পুরপ্রশাসনের তরফে দেওয়া হয়েছিল। কিন্তু কেউই হাজির হননি। নির্মাণ কার্যের উপর স্থগিতাদেশও দেওয়া হয়েছিল। কিন্তু কোনটাই তারা মানেন নি। উভয়কে নিয়ে আলোচনার জন্য পরবর্তী দিন ধার্য করে এদিন এই সমস্যার সমাধান করা হয়েছে।
ডিএসপি সোমনাথ ঝা জানিয়েছেন, জায়গা দখল নিয়ে একটা ঝামেলা তৈরি হওয়ায় পুলিশের সাথে কিছুটা বাগবিতণ্ডা হয়েছে। কিন্তু মারধর বা আহত হবার কোন খবর নেই।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here