শহীদ স্মরণে মাল্য দান ও পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শ্রমিক সংগঠনের বার্ষিক প্রতিষ্টা দিবস পালন করা হলো বুনিয়াদপুরে।
শনিবার ৯ এ ডিসেম্বর তৃণমূল শ্রমিক সংগঠনের বার্ষিক প্রতিষ্টা দিবস। প্রতিষ্টা দিবস উপলক্ষে এই দিনটিকে বুনিয়াদপুর ও বংশীহারী তৃণমূল শ্রমিক সংগঠনের পক্ষ থেকে বুনিয়াদপুর শহর জুড়ে একটি রেলি করা হয়। রেলী শেষ করে তৃণমূল শ্রমিক সংগঠনের পতাকা উত্তোলন করা হয় ও শহীদ স্মরণে মাল্য দান করেন সংঘটনের সদস্যারা। এদিনের এই অনুষ্ঠানের উপস্থিত ছিলেন বুনিয়াদপুর শহর তৃণমূল শ্রমিক সংগঠনের সভাপতি কামাল সরকার ও বংশীহারী ব্লক শ্রমিক সংগঠনের সভাপতি শংকর ঘোষ। বুনিয়াদপুর টাউন মন্ডলের সভাপতি রবীন্দ্রনাথ দাস, বুনিয়াদপুর শহরে ভাইস চেয়ারপারসন জয়ন্ত কুন্ডু সহ আরো অন্যান্য তৃণমূল শ্রমিক সংগঠনের সদস্যরা। বেশ কিছু খন চলে ভাষণ পর্ব।
এই বিষয়ে বুনিয়াদপুর শহর মন্ডলের তৃণমূল শ্রমিক সংগঠনের সভাপতি কমল সরকার জানিয়েছেন আজকে ৯ এ ডিসেম্বর তৃণমূল শ্রমিক সংগঠনের বার্ষিক প্রতিষ্টা দিবস। আমরা একটি রেলি করে ও শহীদ স্মরণে মাল্য দান করা ও পতাকা উত্তোলন করে আমরা এই দিনটিকে পোলন করলাম।