শহীদ দিবসকে সামনে রেখে দেওয়াল লিখনের মধ্য দিয়ে প্রচার শুরু করলেন চেয়ারম্যান

0
215

শীতল চক্রবর্তী ,গঙ্গারামপুর, 27 জুন, দক্ষিণ দিনাজপুর:———– আগামী ২১জুলাই তৃণমূলের শহীদ দিবসকে সামনে রেখে দেওয়াল লিখনের মধ্য দিয়ে প্রচার শুরু করল পৌরসভার চেয়ারম্যান। সোমবার দুপুরে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর পৌরসভার 7নম্বর ওয়ার্ডের বড়বাজার থেকে এমন প্রচার করা হয় চেয়ারম্যান প্রশান্ত মিত্রের তরফে।স্থানীয় তৃণমূল নেতৃত্ব ও আশপাশের কাউন্সিলরদের নিয়ে তিনি মিছিল করে গিয়ে প্রচার করেন। চেয়ারম্যান জানালেন,প্রায় 70 হাজারের উপরে তৃণমূল কর্মী কলকাতা ধর্মতলাতে শহীদ দিবসের দিন হাজির হবে।তার প্রস্তুতি সরূপ এমনি উদ্যোগ নেওয়া হয়েছে।


সোমবার দুপুরে গঙ্গারামপুর এর নিউ মাকেট থেকে একটি মিছিল করে গঙ্গারামপুর পৌরসভার চেয়ারম্যান প্রশান্ত মিত্র তার নিজের 7নম্বর ওয়ার্ডের বড়বাজার এলাকায় গিয়ে দেওয়াল লিখনের মধ্যে দিয়ে প্রচার শুরু করেন।মিছিলে অংশগ্রহন করেন গঙ্গারামপুর টাউন তৃণমূল কংগ্রেস সভাপতি কাঞ্চন সেন, প্রাক্তন কাউন্সিলর তুলসী প্রসাদ চৌধুরী, তৃণমূল নেত্রী বেলি চক্রবর্তী, সহ আরো অনেকেই।
তৃণমূল সূত্রের খবর,আগামী 21শে জুলাই কলকাতা ধর্মতলাতে শহীদ দিবসকে সামনে রেখে শাসক দল তৃণমূল কংগ্রেস বিরাট সভার আয়োজন করতে চলেছে রাজ্য নেতৃত্বরা। সেই অনুষ্ঠানে কলকাতায় উপস্থিত হওয়ার জন্য সর্বস্তরের নেতৃত্বদের আহ্বান জানান পৌরসভার চেয়ারম্যান প্রশান্ত মিত্র। এদিন দেওয়াল লিখনের মধ্য দিয়েই বড়বাজার এলাকা থেকেই তিনি সেই প্রচার শুরু করেন।সেখানে তৃণমূল কর্মী সমর্থকদের ভিড়েছিল ব্যাপক।
চেয়ারম্যান প্রশান্ত মিত্র জানালেন,প্রায় 70 হাজারের উপরে তৃণমূল কর্মী কলকাতা ধর্মতলাতে শহীদ দিবসের দিন হাজির হবে।তার প্রস্তুতি সরূপ এমনি উদ্যোগ নেওয়া হয়েছে।
এদিনের এই কর্মসূচিতে নেতাকর্মীদের পাশাপাশি প্রচুর তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকেরা উপস্থিত ছিল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here