শহরের দুই কালাজ্বর রোগীর বাড়িতে গিয়ে দুই মাসের পুষ্টিকর খাবার তুলে দিলেন পুরসভার ভাইস চেয়ারম্যান জয়ন্ত দাস।

0
400

শীতল চক্রবর্তী,বুনিয়াদপুর,19 এপ্রিল,দক্ষিণ দিনাজপুর:-শহরের দুই কালাজ্বর রোগীর বাড়িতে গিয়ে দুই মাসের পুষ্টিকর খাবার তুলে দিলেন পুরসভার ভাইস চেয়ারম্যান জয়ন্ত দাস। গঙ্গারামপুর পুরসভার এমন মানষিক কাজে খুশি শহরের বাসিন্দারা। খুশি কালাজ্বর রোগীর পরিবারের লোকজন। 

 

       জানা গিয়েছে কিছু দিন আগে গঙ্গারামপুর পুরসভার ১৫ ও ১৬ নম্বর ওয়ার্ডের দুই মহিলার শরীরে কালাজ্বর ধরা পড়ে। বিষয়টি নজরে আসার পর থেকে দুই তাদের চিকিৎসার ব্যবস্থা করা হয় পুরসভা। প্রায় ৮৪ দিন ধরে তাদের চিকিৎসা চলাকালীন। শুক্রবার বিকেল হতে কালাজ্বর রোগীর বাড়িতে যান গঙ্গারামপুর পুরসভার ভাইস চেয়ারম্যান জয়ন্ত কুমার দাস। তার সঙ্গে ছিলেন ১৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার সুভদ্রা রাজবংশী,চিকিৎসক পিসি বসাক,ও স্বাস্থ্য কর্মীরা।এদিন  স্বাস্থ্য পরীক্ষা করার পাশাপাশি দুই কালাজ্বর রোগীর হাতে ফল,সহ পুষ্টিকর খাবার তুলে দেন ভাইস চেয়ারম্যান জয়ন্ত কুমার দাস। সেই সঙ্গে পরিস্কার পরিচ্ছন্ন থাকার বিষয়েও সচেতন করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here