শহরের একাধিক মার্কেটে ওজন কারচুপির অভিযোগ উঠে আসছিল। এবার এই অভিযোগ পেয়ে মঙ্গলবার সাত সকালে শহরের একাধিক মার্কেটে হানা দিল জেলা উপভোক্তা বিষয়ক দপ্তরের আধিকারিকরা

0
643

মালদা: শহরের একাধিক মার্কেটে ওজন কারচুপির অভিযোগ উঠে আসছিল। এবার এই অভিযোগ পেয়ে মঙ্গলবার সাত সকালে শহরের একাধিক মার্কেটে হানা দিল জেলা উপভোক্তা বিষয়ক দপ্তরের আধিকারিকরা। বাজেয়াপ্ত করা হলো বেশ কয়েকটি ওজন যন্ত্র। এদিন তারা মালদা শহরের নেতাজি মাছ বাজার, মাংসের বাজারে অভিযান চালান। অভিযানে বেশকিছু মেয়াদ উত্তীর্ণ ওজনযন্ত্র বাজেয়াপ্ত করেন আধিকারিকরা। সেই সঙ্গে দু-একজনের ওজনযন্ত্রে কারচুপিও হাতেনাতে ধরেন তারা। আর কারচুপি’ ধরার পরপরই আইন মেনে ওই ব্যবসায়ীদের ফাইন করা হয়। তাদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় কেস রুজু করা হয়-এমনটাই জানান জেলা বৈধ পরিমাপ আধিকারিক ও জেলা উপভোক্তা বিষয়ক দপ্তরের আধিকারিকরা।

Byte শুভঙ্কর চৌধুরী, উপভোক্তা বিষয়ক দপ্তরের সুপারভাইজার আধিকারিক।
Byte লোকেশ মাইতি উপভোক্তা বিষয়ক দপ্তরের ইন্সপেক্টর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here