শহরবাসীর সুবিধার্থে লাইফ সাপোর্ট সিস্টেম অ্যাম্বুলেন্স চালু করল বালুরঘাট পুরসভা। সবুজ পতাকা নাড়িয়ে যার আনুষ্ঠানিক উদ্বোধন করেন চেয়ারম্যান অশোক মিত্র

0
179

শহরবাসীর সুবিধার্থে লাইফ সাপোর্ট সিস্টেম অ্যাম্বুলেন্স চালু করল বালুরঘাট পুরসভা। সবুজ পতাকা নাড়িয়ে যার আনুষ্ঠানিক উদ্বোধন করেন চেয়ারম্যান অশোক মিত্র

পিন্টু কুন্ডু, বালুরঘাট, ৭ মার্চ : —— শহরবাসীর সুবিধার্থে লাইফ সাপোর্ট সিস্টেম অ্যাম্বুলেন্স চালু করল বালুরঘাট পুরসভা। বৃহস্পতিবার শহরের মানুষকে দেওয়া প্রতিশ্রুতি মতোই ওই এম্বুলেন্স পরিষেবা চালু করে পুরসভা কতৃপক্ষ। সবুজ পতাকা দেখিয়ে যার আনুষ্ঠানিক উদ্বোধন করেন বালুরঘাট পৌরসভার চেয়ারম্যান অশোক মিত্র। উপস্থিত ছিলেন বালুরঘাট পৌরসভার অন্যান্য কাউন্সিলররাও। মূলতঃ অফ লাইনে পদ্ধতিতে বুকিং করেই এই এম্বুলেন্স পরিষেবা মিলবে। যা পরবর্তীতে পৌরসভার নিজস্ব অ্যাপস এর মাধ্যমে অনলাইনে বুকিং করেও সাধারণ মানুষ পাবে লাইফ সাপোর্ট সিস্টেমের এই অত্যাধুনিক এম্বুলেন্স পরিষেবাটি।
বালুরঘাট পৌরসভা সূত্রে জানা গেছে সিসিইউ এম্বুলেন্স বুকিংয়ের ক্ষেত্রে একটি এমারজেন্সি হেল্পলাইন নম্বরও চালু করতে চলেছে বালুরঘাট পৌরসভা। যেখান থেকে অত্যন্ত কম খরচে সাধারণ মানুষ পাবে এই সিসিইউ এম্বুলেন্স পরিষেবা।

বালুরঘাট পুরসভার চেয়ারম্যান অশোক মিত্র বলেন প্রতিশ্রুতি মতো বালুরঘাটের মানুষকে কম টাকাতে ভাল পরিষেবা দিতেই আমরা এই এম্বুলেন্স পরিষেবা শুরু করেছি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here