শরীর সুস্থ্য ও সবল রাখতে যোগাসনের গুরুত্ব অপরিসীম

0
275

শরীর সুস্থ্য ও সবল রাখতে যোগাসনের গুরুত্ব অপরিসীম। এই কথা প্রচারের পাশাপাশি যোগাসন শেখাতে তিন দিনের যোগ ও সংস্কার শিবির শুরুহল কালিয়াগঞ্জের নসিরহাটে বিশ্বদেব মঠের উদ্যোগে এবং কালীকুন্ডি ধামের ব্যবস্থাপনায় এই যোগ শিবির। শুক্রবার শুরু হওয়া এই শিবির চলবে রবিবার পর্যন্ত।
স্বামী শিবাত্মানন্দ মহারাজ বলেন, যোগাসন পারে একজন কে সুস্থ্য রাখতে। সুস্থ্য ব্যক্তি পারে সমাজ গড়তে। বর্তমানে খুদেরাও মোবাইলে আসক্ত হয়ে পড়ছে। সেই অভ্যাস থেকে বের করে সুস্থ্য সমাজ গড়াই এর লক্ষ। ৮০ জন এই যোগ শিবিরে অংশ নিয়েছে৷

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here