পিন্টু কুন্ডু , বালুরঘাট, ২ নভেম্বর––– ছোট কারখানার মেশিনের শব্দে অতিষ্ট বাসিন্দারা, গণ অভিযোগ দায়ের মহকুমা শসককে । লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে থানাতেও । চাঞ্চল্যকর ঘটনাটি দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাটের ৬ নম্বর ওয়ার্ডের ঘোষ পাড়া এলাকার। বাসিন্দাদের অভিযোগ, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিভিন্ন জিনিসপত্র ভাঙাচোরা করা হয় ওই কারখানায় । আর যার তীব্র শব্দে ছাত্রছাত্রীদের যেমন পড়াশুনায় অসুবিধা হচ্ছে তেমনি অতিষ্ঠ হয়ে ওঠছেন এলাকার প্রায় সকলেই । ঘন জনবসতি পুর্ন এলাকায় ওই কারখানা তৈরি করায় চরম সমস্যায় পড়েছেন এলাকার বৃদ্ধ বৃদ্ধারাও । আর যার কারনে একপ্রকার বাধ্য হয়েই তাঁরা মহকুমা শাসক এবং পুলিশের কাছে লিখিত গন অভিযোগ জমা করেছেন ।

স্থানীয় বাসিন্দা সুমন সাহা, শিখা বসাক দাসরা জানিয়েছেন, পাড়ার মধ্যে এমন কারখানা কখনোই চলতে দেওয়া যাবে না । ছেলে মেয়েদের যেমন পড়াশুনায় ব্যাঘাত ঘটছে তেমনি অতিষ্ট হয়ে উঠছেন বাড়ির বড়রাও । তাঁরা চান অবিলম্বে ওই কারখানা বন্ধ করা হোক ।
কারখানার তরফে ভারতী শীল জানিয়েছেন, তাঁরা কর্তৃপক্ষের কাছ থেকে অনুমতি নিয়েই কারখানা বানিয়েছেন । তাদের অবশ্য ওই মেশিনের আওয়াজে কোন অসুবিধা হচ্ছে না ।