কোচবিহার : শনিবার মেখলিগঞ্জ এর সভায় রাম রাম নিয়ে বিতর্কিত মন্তব্য করায় উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহের বিরুদ্ধে আন্দোলনের ডাক দিল বিজেপি। জেলা সম্পাদক দধিরাম রায় বলেন, এদিন উদয়ন গুহের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করতে এলে পুলিশ অভিযোগ নেয়নি। তাই আগামীকাল আন্দোলনে নামা হবে। যদিও উদয়ন গুহের দাবি তিনি ভগবান রামকে নিয়ে কিছু বলেন নি। RUM রামকে নিয়ে বলেছেন। এতে বিজেপির খারাপ লাগলে কিছু বলার নেই।
Home উত্তর বাংলা উত্তর দিনাজপুর শনিবার মেখলিগঞ্জ এর সভায় রাম রাম নিয়ে বিতর্কিত মন্তব্য করায় উত্তরবঙ্গ উন্নয়ন...