আলিপুরদুয়ার: শনিবার দুপুরে দুর্ঘটনার কবলে পড়লো আলিপুরদুয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য রথীন বন্দ্যোপাধ্যায়। এদিন তিনি আলিপুরদুয়ার থেকে সড়কপথে শিলিগুড়ি যাওয়ার সময় ফালাকাটা ব্লকের গোয়াবর নগর গ্রাম পঞ্চায়েতের বগরিবাড়ী এলাকায় অঞ্চলের পাশে একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয় তার গাড়ির সামনাটা দুমড়ে মুছেরে যায় এবং তিনি গুরুতর আহত হলে শিলিগুড়ির এক বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় ঘটনাস্থলে ফালাকাটা থানার পুলিশ l
Home উত্তর বাংলা উত্তর দিনাজপুর শনিবার দুপুরে দুর্ঘটনার কবলে পড়লো আলিপুরদুয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য রথীন বন্দ্যোপাধ্যায়।