নিজস্ব সংবাদদাতা, বালুরঘাট, ১২ আগস্ট— শক্তিশালী গণতন্ত্র ব্যবস্থা গড়ার লক্ষ্যে মক পার্লামেন্ট অনুষ্ঠিত হলো বালুরঘাটে। শুক্রবার বালুরঘাটে মঙ্গলপুর এলাকায় একটি বেসরকারী স্কুলে নকল পার্লামেন্টের আয়োজন করা হয়। এদিন ওই পার্লামেন্টের মাধ্যমে দেশের বেকার সমস্যা তুলে ধরা হয়েছে। পড়াশোনা করেও সঠিক সময়ে চাকরি পাচ্ছেন না শিক্ষিত যুবক-যুবতীরা। ফলে আত্মহত্যার প্রবণতা বাড়ছে তাদের মধ্যে। বেকার সমস্যা তুলে ধরে কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করে বিরোধী দলের নেতা-মন্ত্রীরা। আরো একাধিক বিষয় তুলে ধরা হয় এদিন মক পার্লামেন্টের মাধ্যমে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানিয়েছেন ছাত্র-ছাত্রীরা আগামী দিনের ভবিষ্যৎ। আগামীতে বিভিন্ন পেশার মাধ্যমে তারাই কেউ দেশের দায়িত্ব কাধে তুলে নেবে। সেই দিক থেকে এমন মক পার্লামেন্ট খুবই গুরুত্বপূর্ণ বলে তিনি মনে করেন।
Home বাংলা উত্তর বাংলা শক্তিশালী গণতন্ত্র ব্যবস্থা গড়ার লক্ষ্যে মক পার্লামেন্ট অনুষ্ঠিত হলো বালুরঘাটে