লো ভোল্টেজেরের কারনে ট্রান্সফরমার বসালেন রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যানী

0
287

লো ভোল্টেজেরের কারনে দীর্ঘ তিন বছর ধরে রায়গঞ্জের বাহিন গ্রাম পঞ্চায়েতের সোহারই এলাকার তিনটি গ্রাম মানুষেরা চরম সমস্যার মধ্যে দিন গুজরান করছিলেন। তাদের কথা মাথায় এবারে এগিয়ে এলেন রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যানী। তিনি বিদ্যুৎ দপ্তরের আধিকারিকের সাথে কথা বলে ওই এলাকাতে একটি ট্রান্সফরমার বসালেন কৃষ্ণবাবু। এই ট্রান্সফরমার বসানোর ফলে তিনটি পাড়ার প্রায় ২৫০০-৩০০০ মানুষ উপকৃত হলেন। তাদের আর লো ভোল্টেজেরের দিন গুজরান করতে হবে না। এই উদ্বোধন অনুষ্ঠানে রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যানী ছাড়াও উপস্থিত ছিলেন রায়গঞ্জ পুরসভার উপ-পুরপিতা অরিন্দম সরকার। এই ট্রান্সফরমার বসানোর ফলে খুশি এলাকার মানুষজন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here