লোকসভা নির্বাচনে উত্তরবঙ্গে বড়সড় ভাঙন মতুয়া সংগঠনের। মমতা বালা ঠাকুরের হাত ছেড়ে সুকান্তর হাত ধরল মতুয়া নেতৃত্বরা

0
225

লোকসভা নির্বাচনে উত্তরবঙ্গে বড়সড় ভাঙন মতুয়া সংগঠনের। মমতা বালা ঠাকুরের হাত ছেড়ে সুকান্তর হাত ধরল মতুয়া নেতৃত্বরা।

পিন্টু কুন্ডু, বালুরঘাট, ১৬ মার্চ ——- মমতা বালা ঠাকুরের হাত ছেড়ে সুকান্তর হাত ধরলো মতুয়ারা। লোকসভা নির্বাচনের আগে উত্তরবঙ্গে বড়োসড় ভাঙনের মুখে পড়ল ঘাসফুল শিবির। শনিবার বালুরঘাটে বিজেপির জেলা কার্যালয়ে উত্তরবঙ্গের দায়ীত্বপ্রাপ্ত প্রায় ১৫ জন মতুয়া নেতৃত্বদের হাতে বিজেপির দলীয় পতাকা তুলে দিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। যেখান থেকেই উত্তরবঙ্গ জুড়ে তৃণমূলের মতুয়া সংগঠন নিশ্চিহ্ন হয়ে যাওয়ার দাবিও করেছেন বিজেপির রাজ্য সভাপতি। যদিও সুকান্তর দাবিকে উড়িয়ে দিয়েছে তৃণমূল। তাদের দাবি মতুয়াদের ভোট তৃণমূলের পক্ষেই রয়েছে। তাই কে এল আর কে গেল তা নিয়ে তৃণমূল চিন্তিত নয়।

তৃণমূল নেতা সুভাষ চাকি বলেন, উত্তরবঙ্গ জুড়ে মতুয়াদের ভোট তৃণমূলের পক্ষেই রয়েছে। তাকে আলাদা করবার ক্ষমতা সুকান্ত বাবুর নেই।

দলত্যাগী প্রশান্ত বিশ্বাস ও ভগীরথ দাসরা বলেন, সিএএ চালু হওয়ায় তারা খুশি। আর তাই উত্তরবঙ্গ জুড়ে সমস্ত নেতৃত্বরা আজ বিজেপিতে যোগদান করেছেন।

বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, সিএএ চালুর জেরেই মতুয়া নেতৃত্বদের এই দলত্যাগ। উত্তরবঙ্গ জুড়ে কার্যত নিশ্চিহ্ন হয়ে গেল তৃণমূলের মতুয়া দল। লোকসভা ভোটের আগে এই দল বদল তাদের সংগঠনকে যথেষ্টই শক্তিশালী করবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here