লোকসভা নির্বাচনের পূর্বে চা বাগানের ইউনিট কমিটি

0
302

আলিপুরদুয়ার। লোকসভা নির্বাচনের পূর্বে চা বাগানের ইউনিট কমিটিকে।আরো মজবুত করতে উদ‍্যোগী হল তৃণমূল চা বাগান শ্রমিক ইউনিয়ন। মঙ্গলবার বিকেলে ডুয়ার্সের বীরপাড়ার পথেরসাথীতে তৃণমূল চা বাগান শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সভা আয়োজিত হয় । এদিনের সভায় সংগঠনের কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান নকুল সোনার,সভাপতি বীরেন্দ্র ওরাও সহ সংগঠনের কেন্দ্রীয় কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন । এদিন তৃণমূল চা বাগান শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সভাপতি বীরেন্দ্র ওরাও জানান আগামী ১৯ থেকে ২২ ডিসেম্বর চা বাগানের ইউনিট কমিটির দের নিয়ে এক কর্মশালা আয়োজিত হবে। এই কর্মশালায় প্রতিটি চা বাগানের তৃণমূল ইউনিটের পাঁচজন নেতৃত্ব থাকবে তাদের টি প্লানটেশন আইন সম্বন্ধে এবং শ্রমিক আইন নিয়ে অবগত করানো হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here