লোকসভায় ব‍্যর্থতার মাঝে ২৬শে বিধানসভা নির্বাচনের রণ নীতি খুঁজতে বিজেপির শিলিগুড়ি সাংগঠনিক জেলার কর্মীদের সঙ্গে মিলিত হন সর্বভারতীয় নেতা দীলিপ ঘোষ

0
137

লোকসভায় ব‍্যর্থতার মাঝে ২৬শে বিধানসভা নির্বাচনের রণ নীতি খুঁজতে বিজেপির শিলিগুড়ি সাংগঠনিক জেলার কর্মীদের সঙ্গে মিলিত হন সর্বভারতীয় নেতা দীলিপ ঘোষ।দলীয় কর্মী সমর্থকদের সঙ্গে বিজেপির আগামী রণ কৌশল খুঁজতে ভারতীয় জনতা পার্টির সর্বভারতীয় নেতা দীলিপ ঘোষ মিলিত হন।মাল্লাগুড়ির ভারতীয় জনতা পার্টির সদর কার্যালয়ে দীলিপ ঘোষকে দলীয় সমর্থকেরা সংবদ্ধিত করার পর মহিলা কর্মীরা একত্রে ছবিও তোলেন দীলিপবাবু।আলোচনা শেষে দীলিপ বাবুর কাছে আলোচনার বিষয় বস্তু সম্পর্কে জানতে চাইলে তিনি সোজা কথায় জানান কিছু বলবেন না।এ বিষয় দীলিপ ঘোষ সাংবাদিকদের কিছু না জানালেও একটা কথা স্পষ্ট যেলোকসভা নির্বাচনের ব‍্যর্থতা ঝেড়ে ফেলে আগামী ২৬শের বিধানসভা নির্বাচনে ঝাঁপিয়ে হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here