লেপার্ডের হানায় জখম এক যুবক। লেপার্ডের সাথে প্রাণপণে যুদ্ধ করে প্রাণে বেঁচে গেলেও মারাত্মক ভাবে জখম হয়েছে ঐ যুবক।
ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ার জেলার কালচিনি ব্লকের আটিয়াবাড়ি চা বাগানে। সোমবার সন্ধ্যায় সাইকেলে করে বেরিয়েছিল এলাকার যুবক অভিষেক ওরাঁও। আটিয়াবাড়ি চা বাগানের ভেতর থেকে একটি লেপার্ড এক লাফে বেরিয়ে অভিষেকের উপর আক্রমণ চালায় । ঐ সময় অভিষেক প্রাণ বাঁচাতে লেপার্ডের সাথে লড়াই করে। কয়েক মিনিট লেপার্ডের সাথে লড়াই চলে তার। পরবর্তীতে লেপার্ড এলাকা থেকে চলে যায়। অভিষেকের চিৎকারে অন্যান্যরা এলাকায় চলে আসে। এই ঘটনায় অভিষেক মারাত্মক ভাবে জখম হয় লেপার্ড তার মুখে থাবা বসায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে লতাবাড়ি হাসপাতালে নিয়ে আসে। বর্তমানে হাসপাতালে তার চিকিৎসা চলছে।
Home উত্তর বাংলা উত্তর দিনাজপুর লেপার্ডের হানায় জখম এক যুবক। লেপার্ডের সাথে প্রাণপণে যুদ্ধ করে প্রাণে বেঁচে...