লেপার্ডের আক্রমণে বনকর্মী সহ আহত চার

0
252

বিশ্বজিৎ চক্রবর্তী,আলিপুরদুয়ার ঃ জালদাপাড়ার জঙ্গল থেকে বেরিয়ে দুইজন বনকর্মী ও দুই জন গ্ৰামবাসীকে আক্রমণ করে আহত করল একটি লেপার্ড। ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ার জেলার শিলবারিহাট ঘাটপার এলাকায় ।
যার ফলে রবিবার দুপুর থেকে লেপার্ডের আতঙ্ক ছড়িয়েছে শিলবাড়িহাটের ঘাটপাড় এলাকায় ।

স্থানীয় সূত্রে জানা গেছে, জলদাপাড়া জাতীয় উদ্যোনের জঙ্গল থেকে বেরিয়ে লোকালয়ে ঢুকে পরে একটি লেপার্ড । স্থানীয় বাসিন্দারা লেপার্ডটিকে দেখতে পেয়ে খবর দেয় বন বিভাগ কে ।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় জলদাপাড়া বনবিভাগের বনকর্মীরা। তারা লেপার্ডটিকে খাঁচা বন্দি করার জন‍্য চেষ্টা চালায়।
শেষ পাওয়া খবর পর্যন্ত লেপার্ডের আক্রমণে দুইজন গ্ৰামবাসী আহত হয়েছে ।তার মধ‍্যে একজন মহিলা ও দুইজন বনকর্মী রয়েছেন। আহতদের আলিপুরদুয়ার জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে চিকিৎসার জন‍্য । এই ঘটনায় এলাকায় ব‍্যাপক চ‍্যাঞ্চল‍্য ছড়িয়েছে । বনকর্মীরা ঘটনাস্থলে রয়েছে লেপার্ডটি এলাকার একটি ঝোপে আশ্রয় নিয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here