শিলিগুড়ি:-
লাফিয়ে বাড়ছে ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা।যার ফলে উদবিগ্ন স্বাস্থ্য দপ্তর।গত চব্বিশ ঘন্টায় শুধু মাত্র শিলিগুড়ি পৌরনিগম এলাকায় ২৪জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে।এখনও পর্যন্ত শিলিগুড়ি পৌরনিগম এবং মহকুমা এলাকায় ২০৭জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে।বৃহস্পতিবার ডেঙ্গু পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য আধিকারিকদের সঙ্গে বৈঠকে বসেন দার্জিলিংয়ের জেলাশাসক এস পুন্নমবলম।বৈঠকে উপস্থিত ছিলেন জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক তুলসি প্রামাণিক সহ অন্যান্য আধিকারিকরা।ডেঙ্গু পরিস্থিতি নিয়ে দার্জিলিংয়ের জেলাশাসক এস পুন্নমবলম বলেন,”ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে স্বাস্থ্য বিভাগকে নির্দেশ দেওয়া হয়েছে।পৌরনিগম ইতিমধ্যে সেই বিষয়ে কাজ শুরু করেছে।পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনতে স্পর্শকাতর ওয়ার্ডে দ্রুত কাজ শুরু করতে বলা হয়েছে।ওই ওয়ার্ডে জমা জলের একটা সমস্যা রয়েছে।পাশাপাশি নিকাশি নালাতেও যাতে জমা জল না থাকে সেই সমস্যাও অস্থায়ীভাবে সমাধানের নির্দেশ দেওয়া হয়েছে।”পাশাপাশি দার্জিলিংয়ের মুখ্য স্বাস্থ্য আধিকারিক তুলসি প্রামাণিক বলেন,”চারটি ওয়ার্ড স্পর্শকাতর।সেই ওয়ার্ডে কাজ শুরু হয়েছে। অন্যান্য ওয়ার্ডেও কিছু আক্রান্তের সংখ্যা রয়েছে।পাশাপাশি মাটিগাড়া ও বাগডোগরা এলাকাতেই নজর রাখা হচ্ছে।”