লরিতে ত্রিপল জড়িয়ে ভারতে ঢোকার চেষ্টা বাংলাদেশী অনুপ্রবেশকারীর। হিলি চেকপোস্টে বিএসএফের জালে ডাব্লু শেখ

0
212

লরিতে ত্রিপল জড়িয়ে ভারতে ঢোকার চেষ্টা বাংলাদেশী অনুপ্রবেশকারীর। হিলি চেকপোস্টে বিএসএফের জালে ডাব্লু শেখ

পিন্টু কুন্ডু, বালুরঘাট, ৮ আগষ্ট ——- বাংলাদেশ থেকে আসা লরিতে ত্রিপল জড়িয়ে ভারতে ঢোকার চেষ্টা অনুপ্রবেশকারীর! হিলি সীমান্তে বিএসএফের হাতে আটক এক বাংলাদেশী অনুপ্রবেশকারী। বৃহস্পতিবার এই ঘটনাকে ঘিরে তুমুল হুলুস্থুলু পরিস্থিতি তৈরি হয় দক্ষিণ দিনাজপুর জেলার হিলি আন্তর্জাতিক চেকপোস্টে। পণ্য খালাস করে ভারতে ফিরে আসার সময়ই রপ্তানির গাড়ি থেকে উদ্ধার হয় ওই বাংলাদেশি। বিএসএফ সূত্রের খবর অনুযায়ী ধৃত ওই বাংলাদেশী অনুপ্রবেশকারীর নাম ডাব্লু শেখ, বাড়ি বাংলাদেশের গাইবান্ধাতে। জানা গেছে, এদিন দুপুরে বাংলাদেশের পানামা বন্দরে পণ্য খালাস করে ফিরছিল ওই ভারতীয় লরিটি। হিলি ইমিগ্রেশন চেকপোস্টে ঢোকার সময় সেই লরিটিতে নিয়মাফিক তল্লাশি চালাতে যায় কর্তব্যরত বিএসএফ জওয়ানরা। ঠিক তখনই লরির হুডে ত্রিপলে জড়িয়ে লুকিয়ে থাকা ওই বাংলাদেশীকে আটক করে বিএসএফ জওয়ানরা। তবে ঠিক কি কারণে ওই ধৃত বাংলাদেশী অনুপ্রবেশকারী অবৈধভাবে ভারতে প্রবেশ করার চেষ্টা করছিল তা নিয়েই শুরু হয়েছে জোর জিজ্ঞাসাবাদ।
প্রসঙ্গত, বাংলাদেশে টানা কয়েকদিন অস্থিরতা পরিস্থিতির পর হিলি আন্তর্জাতিক স্থলবন্দর দিয়ে পন্য আমদানি – রপ্তানী প্রক্রিয়া বুধবার থেকেই স্বাভাবিক হয়েছে। এদিন রপ্তানিকারী সেই লরিগুলিই তাদের পন্য খালাস করে বাংলাদেশ থেকে ভারতে ফিরে আসছিল। সেইরকম একটি লরিতে চেপেই এদিন ওই বাংলাদেশী অনুপ্রবেশকারী ভারতে প্রবেশ করার চেষ্টা করে। কিন্তু বিএসএফের কড়া নজরদারির জেরে সীমান্তে ধরা পড়ে যায় ওই অনুপ্রবেশকারী। ঘটনার জেরে আটক করা হয়েছে ওই লরির চালককেও।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here