লড়ির ধাক্কায় মৃত্যু হলো এক ব্যক্তির

0
170

হরিরামপুর:
নিয়ন্ত্রণ হারিয়ে চায়ের দোকান ভেঙে বাড়িতে ঢুকে পড়ল একটি লড়ি,ঘটনায় লড়ির ধাক্কায় মৃত্যু হলো এক ব্যক্তির। ঘটনাটি দক্ষিণ দিনাজপুর জেলার হরিরামপুর থানার পুন্ডরী গ্ৰাম পঞ্চায়েতের মেহেন্দি পাড়া গ্রামের ঘটনা। এমন ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে হরিরামপুর থানার পুলিশ পৌঁছে মৃতদেহ উদ্ধারের পাশাপাশি পুরো ঘটনার তদন্ত শুরু করেছেন হরিরামপুর থানার পুলিশ।
পুলিশ সূত্রে খবর,মৃত ব্যক্তির নাম ইসলাম মিঞা (৬১)পেশায় তিনি চায়ের দোকান ও পোল্ট্রি মুরগির দোকান করতেন।বাড়ি দক্ষিণ দিনাজপুর জেলার হরিরামপুর থানার পুন্ডরী‌ গ্ৰাম পঞ্চাতের মেহেন্দি পাড়া এলাকায়।
পরিবার সূত্রে খবর ,মঙ্গলবার রাত্রে বাড়ির সামনে ৫১২ নম্বর জাতীয় সড়কের পাশে নিজের চায়ের দোকানে ছিলেন ওই ব্যক্তি।হঠাৎ দ্রুত গতিতে আসা একটি লড়ি এসে সজোরে ধাক্কা মারে ওই চায়ের দোকানে, চায়ের দোকান ভেঙে বাড়িতে ঢুকে পড়ে ওই লড়িটি।ঘটনায় লড়ির ধাক্কায় মৃত্যু হয় ওই ব্যক্তির,অল্পের জন্য প্রাণে রক্ষা পায় পরিবারের লোকজনেরা।এমন ঘটনা দেখতে পেয়ে ছুটে আসেন আশেপাশের প্রতিবেশীরা । তড়িঘড়ি খবর দেওয়া হয় হরিরামপুর থানায়, হরিরামপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি স্বাভাবিক করে, এবং মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠানোর ব্যবস্থা করছেন হরিরামপুর থানার পুলিশ।মৃতের পরিবারের লোকজনদের ও গ্রামবাসীদের অভিযোগ,মধ্যপ অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন ওই লড়ির চালক,যার জন্যই এমন কাণ্ড ঘটে গেলো।
পুরো ঘটনার তদন্ত শুরু করেছেন হরিরামপুর থানার পুলিশ।
বাইট – মৃতের স্ত্রী বানু বিবি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here