লটারির টিকিট কাটাকে কেন্দ্র করে গঙ্গারামপুর থানার চালুনে এক যুবককে মারধর করার অভিযোগ বেশ কয়েকজনের বিরুদ্ধে, ভর্তি করা হল মহকুমা হাসপাতালে, তদন্ত শুরু করেছে পুলিশ
শীতল চক্রবর্তী ,গঙ্গারামপুর ,দক্ষিণ দিনাজপুর:——- লটারি টিকিট কাটাকে কেন্দ্র করে উভয় পক্ষের গোলমালে গুরুতর আহত হল একজন বলে অভিযোগ উঠেছে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে বুধবার রাতে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর থানার চালুন এলাকায়। গুরুতর আহত অবস্থায় ওই যুবককে মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। থানায় করা হয়েছে লিখিত অভিযোগ দায়ের।পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
কপি
পুলিশ জানায়,লটারির টিকিট কিনাকে কেন্দ্র করে মারধর খাওয়া ওই যুবকের নাম রাকিবুল ইসলাম (৩১) বছর। তার বাড়ি গঙ্গারামপুর থানার চালুন এলাকায়। সূত্রে জানা গেছে, বুধবার রাতে গঙ্গারামপুর থানার চালুন এলাকায় লটারির দোকানে টিকিট কাটতে গিয়েছিল রাকিবুল ইসলাম নামে চালুন এলাকার বাসিন্দা।লটারির দোকানদারের কাছ থেকে শেষ টিকিটটা তিনি কাটতে চান। অভিযোগ ওই গ্রাম পঞ্চায়েতের মির্জাপুর এলাকার বাসিন্দা ছোট্টু সেই দোকানের শেষ টিকিটটা কাটতে যান।যে ঘটনা নিয়েই রাকিবুলের সঙ্গে ছোট্ট ঝামেলা শুরু হয়।সেখানে দুজনের মধ্যে হাতাহাতি হবার পরে উভয় পক্ষ বাড়ি চলে যায়।
রাকিবুল ইসলাম এর পরিবারের লোকজনদের অভিযোগ,সেই ঘটনা হবার পরে রাকিবুল রাতে বাড়ি ফেরার সময় মির্জাপুর এলাকায় তার পথ আটকায় ছোট্টু তার কিছু লোকজন।সেখানেই তাকে বেধড়ক পরিমাণে মারধর করে ফাটিয়ে দেওয়া হয় তার মাথাও। এরপরে তাকে গঙ্গারামপুর হাসপাতালে ভর্তি করে আত্মীয় স্বজনেরা।
রাকিবুলের দুই আত্মীয়র অভিযোগ, সামান্য ঘটনা নিয়ে ছোট্ট তার লোকজন মিলে আমাদের আত্মীয়কে খুনের চেষ্টা করল ,থানায় লিখিত অভিযোগ করেছি। দোষীরা কড়া শাস্তি পাক সেই দাবি জানাই।
যদিও ছোট্টুর পরিবারের তরফে এই ঘটনার কথা অস্বীকার করা হয়েছে।
বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় রাকিবুলকে গঙ্গারামপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার খবর পেয়ে সেখানে ছুটে আসে গঙ্গারামপুর থানার পুলিশ। তারা এসে তদন্ত শুরু করে।
এমন ঘটনায় শোরগোল পড়েছে এলাকাজুড়ে। অভিযুক্ত পলাতক রয়েছে তার খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।
















