পিন্টু কুন্ডু, বালুরঘাট, ২৪ ডিসেম্বর —– —— ঋণ খেলাপির অভিযোগে দুই ঋণগ্রহীতার সম্পত্তি বাজেয়াপ্ত করল বঙ্গীয় গ্রামীন বিকাশ ব্যাঙ্ক। শুক্রবার সকাল থেকে পুলিশকে সঙ্গে নিয়ে বালুরঘাটের সাহেব কাছারী ও চকভবানী এলাকার দুই ঋন খেলাপীর সম্পত্তি বাজেয়াপ্ত করেছে বালুরঘাটের বঙ্গীয় গ্রামীন বিকাশ ব্যাঙ্ক এর কর্মকর্তারা। যেখানে উপস্থিত ছিলেন ওই ব্যাঙ্কের রিজুওয়নাল ম্যানেজার সঞ্জয় ধর ও ব্যাঙ্ক ম্যানেজার সহ অনান্য ব্যাঙ্কের কর্মকর্তারা। ব্যাঙ্ক সূত্রের খবর অনুযায়ী, শহরের সাহেব কাছারি এলাকার বাসিন্দা অলিভ সাহা নামে এক ব্যক্তি 2000 সালে ওই ব্যাংক থেকে প্রায় ৩০ লাখ টাকার লোন নেন।দীর্ঘ কয়েক বছরেও সেই লোনের টাকা পরিশোধ না করায়এদিন তার সম্পত্তি বাজেয়াপ্ত করে বঙ্গীয় বিকাশ ব্যাঙ্ক। একই সাথে শহরের চকভবানী এলাকার বাসিন্দা অরবিন্দ দাস ২০০৭ সালে ব্যাঙ্ক থেকে লোন নেন প্রায় ২৫ লক্ষ টাকা। দীর্ঘ বছরে সেই টাকা পরিশোধ না করায় বর্তমানে সেই লোনের পরিমাণ দাড়িয়েছে প্রায় ৪২ লক্ষ টাকায়। একাধিক নোটিশ ও সতর্কবার্তার পরেও ওই দুই ঋনগ্রহীতা ব্যাঙ্কের টাকা পরিশোধ না করায় ব্যাঙ্কে জমা রাখা তাদের সম্পত্তি এদিন বাজেয়াপ্ত করে ব্যাঙ্ক। পুলিশকে সঙ্গে নিয়ে সেই জায়গার মাপ যোগ করে জায়গা নিলামের বোর্ডও লাগিয়ে দেওয়া হয় ব্যাঙ্কের তরফে।

অলিভ সাহা ও অরবিন্দ দাস নামে ওই দুই ঋনগ্রহীতা বলেন, ব্যাঙ্কের ঋন শোধ না করার কারনে তাদের সম্পত্তি এদিন বাজেয়াপ্ত করে নিয়েছে ব্যাঙ্ক।
বঙ্গীয় গ্রামীন বিকাশ ব্যাঙ্কের রিজুওয়নাল ম্যানেজার সঞ্জয় ধর বলেন, বেশ কয়েকবার ওই ঋনগ্রহীতাদের সতর্ক করা হয়েছে এব্যাপারে। কিন্তু তারপরেও তারা ব্যাঙ্কের ঋন শোধ না করায় এদিন পুলিশকে সাথে নিয়ে এসে তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে।