লক্ষ্য ২০২১! মিমকে থামাতে হিন্দুদের একত্রিত হওয়ার ডাক হিন্দু জাগরণ মঞ্চের। বালুরঘাটের হিন্দু মহা সম্মেলন থেকে কমিউনিস্ট উৎখাতের আহ্বান নেতৃত্বদের

0
723

পিন্টু কুন্ডু , বালুরঘাট, ৯ জানুয়ারী––  বিধানসভা নির্বাচনের আগে মিমের উপর চাপ বাড়াতে ময়দানে নামলো হিন্দু জাগরণ মঞ্চ ।  হিন্দুদের একত্রিত হওয়ার ডাক দিয়ে হিন্দু মহা সম্মেলন অনুষ্ঠিত হল বালুরঘাটে । শনিবার দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট শহরের ললিত মোহন আদর্শ উচ্চ বিদ্যালয়ের মাঠে আয়োজিত হয় এই অনুষ্ঠানের। কয়েক হাজার মানুষের উপস্থিতিতে ঝাঁঝালো বক্তব্য রাখেন উত্তরবঙ্গের বিধি আয়াম প্রমুখ অর্নব সরকার। এদিনের সভা থেকে কমিউনিস্ট উৎখাতের ডাকও দেন হিন্দু জাগরণ মঞ্চের নেতৃত্বরা।


     মূলত হিন্দু সমাজকে তার ধর্ম ও সংস্কৃতি রক্ষায় জাগ্রত করা, হিন্দুদের সমস্যার সমাধানে  সমাজের মধ্যে নেতৃত্ব নির্মান করা সহ ছয় দফা দাবীতে এদিন বালুরঘাটে এই মহা সম্মেলনের আয়োজন হয় । যেখানে উপস্থিত ছিলেন কাশী থেকে আগত  স্বামী অনঘানন্দ পুরী মহারাজ, হিন্দু জাগরণ মঞ্চের উত্তরবঙ্গ প্রান্ত প্রমুখ সঞ্জয় মন্ডল, দক্ষিন দিনাজপুরের সাধারণ সম্পাদক বৃন্দাবন ঘোষ, উত্তরবঙ্গের আহ্বায়ক অর্নব সরকার, বিশ্ব হিন্দু পরিষদের জেলা সভাপতি প্রকাশ চক্রবর্তী  সহ বিশিষ্ট জনেরা। এদিনের সভায় হিন্দুদের সামর্থ্য, বীরতা ও একতা নিয়ে কথা বলেন স্বামী অনঘানন্দ পুরী মহারাজ । পাশাপাশি  হিন্দুদের ঐক্যবদ্ধ হওয়ার ডাক দিয়ে হিন্দু দেবদেবী, সাধুসন্ত, নেতৃবৃন্দ, নারীজাতি ও সংগঠনকে এগিয়ে নিয়ে যাওয়ার আহ্বান জানানো হয়েছে ।  
স্বামী অনঘানন্দ পুরী মহারাজ জানিয়েছেন, মার্ক্সবাদীরা ভারতের সংস্কৃতির বিরুদ্ধ । ভারত মাতার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। তাই আমাদের বাইরে থেকে কোন কিছুর প্রয়োজন নেই।  
এদিন সন্মেলনের শুরুতেই সমগ্র বালুরঘাট শহরজুড়ে কাশী থেকে আগত অনঘানন্দ পুরী মহারাজকে নিয়ে একটি বর্নাঢ্য শোভাযাত্রা বের করেন সংগঠনের সদস্যরা। যারপর ভক্তিমুলক নৃত্যানুষ্ঠানের মধ্যদিয়ে সন্মেলনের শুভারম্ভ হয়। যেখানেই এই মহা সন্মেলনের উদ্দেশ্য ব্যক্ত করে মিম ও কমিউনিস্টদের জোড়ালো আক্রমণ করে হিন্দুদের একত্রিত হওয়ার বার্তা দেন সংগঠনের প্রত্যেকটি নেতৃত্বই।

উত্তরবঙ্গের বিধি আয়াম প্রমুখ অর্নব সরকার বলেন, সকল হিন্দুদের একত্রিত হতে হবে । ভারতে হিন্দুরাই শেষ কথা । মিম নেতা এবং আব্বাস সিদ্দিকির বিরুদ্ধেও সুর চড়িয়েছেন অর্নব সরকার। মতুয়ারা হিন্দু নয় আব্বাস সিদ্ধিকির এমন মন্তব্যকে কড়া আক্রমণ করে তিনি বলেন, হিন্দুর সজ্ঞাই জানেন না আব্বাস সিদ্দিকি। তার ধর্মের বহু আগেই জন্ম হয়েছে হিন্দু ধর্মের বলেও জানান তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here