লক্ষ্য বিধানসভা ভোট, কৃষকের ঘরে ঘরে বার্তা পৌঁছাতে ‘বুথ চলো’, কর্মসূচি নিয়ে জেলায় হাজির তৃণমূল কিষান খেত মজদুর সংগঠনের রাজ্য নেতা

0
63

লক্ষ্য বিধানসভা ভোট, কৃষকের ঘরে ঘরে বার্তা পৌঁছাতে ‘বুথ চলো’, কর্মসূচি নিয়ে জেলায় হাজির তৃণমূল কিষান খেত মজদুর সংগঠনের রাজ্য নেতা

বালুরঘাট, ১৭ ডিসেম্বর —– আসন্ন বিধানসভা নির্বাচনের দামামা বাজার আগেই কৃষক-মনের দখল নিতে মাঠে নামল তৃণমূল কিষান ক্ষেতমজুর তৃণমূল কংগ্রেস। রাজ্যজুড়ে শুরু হওয়া ‘বুথ চলো’ কর্মসূচিকে সামনে রেখেই বুধবার দক্ষিণ দিনাজপুরে পৌঁছলেন সংগঠনের রাজ্য কনভেনার মানস দাস। বালুরঘাট রেল স্টেশনে তাঁর পা রাখতেই যেন বদলে গেল পরিবেশ- সবুজ পতাকা, স্লোগান আর কর্মীদের উচ্ছ্বাসে স্টেশন চত্বর মুহূর্তে রূপ নিল রাজনৈতিক মঞ্চে। দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূল কিষান ক্ষেতমজুর সংগঠনের সভাপতি সাহেনশা মোল্লার নেতৃত্বে এদিন উৎসাহের সাথে স্টেশনে হাজির হন কর্মী-সমর্থকরা। ‘মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ’, ‘কিষান ক্ষেতমজুর তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ’, ‘পূর্ণেন্দু বসু জিন্দাবাদ’—এই স্লোগানের গর্জনে মুখরিত হয়ে ওঠে গোটা এলাকা।

এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে মানস দাস বলেন, “আমাদের নেতা পূর্ণেন্দু বসুর নির্দেশেই দক্ষিণ দিনাজপুরে এসেছি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মা-মাটি-মানুষের সরকার কৃষক ও কৃষির উন্নয়নে যে একের পর এক প্রকল্প চালু করেছে, সেগুলির কথা প্রতিটি কৃষকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের মূল লক্ষ্য।” তাঁর কথায়, সেই লক্ষ্য বাস্তবায়নের হাতিয়ার হিসেবেই রাজ্যজুড়ে শুরু হয়েছে ‘বুথ চলো’ কর্মসূচি।

তিনি আরও জানান, জেলা সভাপতি সাহেনশা মোল্লার ডাকে দক্ষিণ দিনাজপুরের প্রতিটি ব্লক ও যত বেশি সম্ভব বুথে পৌঁছে কৃষকদের সঙ্গে সরাসরি কথা বলা হবে। কৃষকদের সমস্যা শোনা, পাশাপাশি কৃষকবন্ধু, বাংলা শস্যবিমা-সহ বিভিন্ন কৃষি-সহায়ক প্রকল্পের সুফল তুলে ধরা হবে এই কর্মসূচির মাধ্যমে।

জেলা নেতৃত্বের দাবি, রাজ্য সরকারের কৃষি-বান্ধব নীতির সুফল ইতিমধ্যেই মাঠে-মাঠে মিলছে। সেই সাফল্যের বার্তাই বুথে বুথে পৌঁছে দিয়ে বিধানসভা নির্বাচনের আগে কৃষকদের মধ্যে শাসক দলের প্রতি আস্থা আরও দৃঢ় করতেই এই উদ্যোগ। বালুরঘাটে এদিন কর্মীদের উন্মাদনাই প্রমাণ করল—দক্ষিণ দিনাজপুরে তৃণমূলের কিষান সংগঠনের নির্বাচনী প্রস্তুতি নতুন উচ্চতায় পৌঁছেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here