শিলিগুড়ি:-লক্ষাধিক টাকার ব্রাউন সুগার সহ এক মহিলাকে গ্রেফতার করল এনজেপি থানার পুলিশ।পাচারের আগেই গোপন সূত্রের খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে ঐ মহিলাকে ব্রাউন সুগার সহ গ্রেফতার করল এনজেপি থানার পুলিশ।ধৃত মহিলার নাম কামনা সরকার,ধৃত জলপাইগুড়ির বাসিন্দা,তবে সে শিলিগুড়ির আশিঘরে একটি বাড়ি ভাড়া নিয়ে থাকতো বলে পুলিশ সূত্রে জানা গেছে।ধৃত ঐ মহিলা মালদা থেকে ২৬০গ্রাম ব্রাউন সুগার নিয়ে শিলিগুড়ি এসেছিল।উদ্ধার হওয়া মাদকের বাজার মুল্য প্রায় ৩০লক্ষ টাকা বলে এনজেপি থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে।ধৃত ঐ মহিলা মাদক শিলিগুড়িতে এনে নৌকা ঘাট মোড়ে অপেক্ষায় ছিল।তা অন্যত্র পাচারের জন্য।গোপন সূত্রের খবরের ভিত্তিতে পুলিশ এই অভিযান চালিয়ে ব্রাউন সুগার সহ হাতেনাতে গ্রেপ্তার করে ওই মহিলাকে।বুধবার ধৃত মহিলাকে জলপাইগুড়ি আদালতে পাঠিয়ে তদন্তের স্বার্থে ৭দিনের পুলিশ রিমান্ডের আবেদন জানায় নিউ জলপাইগুড়ি থানার পুলিশ।
Home বাংলা উত্তর বাংলা লক্ষাধিক টাকার ব্রাউন সুগার সহ এক মহিলাকে গ্রেফতার করল এনজেপি থানার পুলিশ।পাচারের...