লক্ষাধিক টাকার গাজা সহ দুই ব্যাক্তিকে গ্রেফতার করলো এনজেপি থানার পুলিশ।

0
187

শিলিগুড়ি:-লক্ষাধিক টাকার গাজা সহ দুই ব্যাক্তিকে গ্রেফতার করলো এনজেপি থানার পুলিশ। রবিবার বিকেলে গোপন সূত্রের খবরের ভিত্তিতে শিলিগুড়ি নিউ জলপাইগুড়ি থানার সাদা পোশাকের পুলিশ শিলিগুড়ি নৌকা ঘাট ব্রিজের কাছে অভিযান চালিয়ে ২৫ কেজি ৬০০গ্রাম গাঁজা সহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করল।ধৃত দুই ব্যক্তির নাম বিষ্ণু কুমার সাও ও মোহাম্মদ গুফরম।দুজনই বিহারের বাসিন্দা।জানা গেছে WB06 D5915 একটি হুন্ডাই গাড়িতে বিপুল পরিমাণ গাঁজা নিয়ে আসাম থেকে সড়কপথে পুলিশের চোখে ধুলো দিয়ে বিহারের পাচারের উদ্যশ্য নিয়ে যাচ্ছিল।সেই সময় পুলিশ নৌকাঘাটে গাড়িটিকে দাঁড় করিয়ে তাতে তল্লাশি চালালেই এই গাঁজা গুলিকে উদ্ধার করে।পুলিশ সূত্রে জানাগেছে উদ্ধার হওয়ার গাঁজার আনুমানিক বাজার মূল্য প্রায় সারে ৩ লক্ষ টাকা।সোমবার থেকে ধৃতদের জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়।অন্যদিকে এই পাচার চক্রের আরো কেও রয়েছে কিনা তা তদন্ত করছে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here